E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

২০১৫ জানুয়ারি ৩০ ১৫:০৬:৫৯
আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক : আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) শিল্পী সমিতির স্ট্যাডি রুমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট পর্ব চলছে। মাঝে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি ছিল।

চলচ্চিত্র শিল্পী সমিতির ৫৮৩ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব নির্বাচন করবেন। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে শাকিব খান ও মিশা সওদাগরের নেতৃত্বে একটি পূর্ণ প্যানেল এবং আহমেদ শরীফের নেতৃত্বে একটি আংশিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন।

এরই মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আরমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি শাকিব-মিশা পরিষদের প্রার্থী ছিলেন। শিল্পী সমিতির আজকের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি শাকিব খান ও সাবেক সভাপতি আহমেদ শরীফ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাকিব-মিশা পরিষদের প্রার্থী মিশা সওদাগর ও স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাকিব-মিশা পরিষদের হয়ে ওমর সানি ও নাদের খান এবং আহমেদ শরীফ পরিষদের পক্ষে দিলারা ইয়াসমিন ও আবদুল্লাহ সাকি। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাকিব-মিশা পরিষদের সুব্রত ও আহমেদ শরীফ পরিষদের হরবোলা।

আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডন ও রীনা খান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শানু শিবা ও সাইফুল, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও মিজানুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে আতিকুর রহমান চুন্নু ও কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্য নির্বাহী পরিষদের ১১টি পদে শাকিব-মিশা পরিষদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলীরাজ, মৌসুমী, ববি, আফজাল শরীফ, ফরহাদ, আমিরা, শহীদুল আলম সাচ্চু, রাকিব, জেসমিন, রতন খান ও হাসান জাহাঙ্গীর এবং আহমেদ শরীফ পরিষদের পক্ষে আমির সিরাজী, নুরুল ইসলাম, সুশান্ত, সারোয়ার হোসেন ও সোহরাব। স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. এজাজ।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার জন্য মিজু আহমেদকে প্রধান করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্য দুজন হচ্ছেন নজমুল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন। নির্বাচন-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য চিত্রনায়ক ফারুককে আহ্বায়ক এবং দেলোয়ার জাহান ঝন্টু ও আবু মুসা দেবুকে সদস্য করে একটি আপিল বোর্ডও গঠন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশনের প্রধান মিজু আহমেদ জানিয়েছেন।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test