E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিঠুন চক্রবর্তীকে জেরা করতে ইডির নোটিশ

২০১৫ মার্চ ২০ ১৪:৩১:২৮
মিঠুন চক্রবর্তীকে জেরা করতে ইডির নোটিশ

বিনোদন ডেস্ক : সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রয়োজনীয় নথি জমা না দেওয়ায় জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। 

সারদার একটি টিভি চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গের গণমাধ্যমের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, সারদা থেকে প্রায় ২ কোটি টাকা পেয়েছিলেন মিঠুন। গত বছর জুন মাসে মুম্বাইয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। মিঠুনের বয়ানও রেকর্ড করা হয়।

ইডি সূত্রে দাবি, যে সব নথি চাওয়া হয়েছিল, তা এখনও জমা দেননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁর বয়ানে বেশকিছু অসঙ্গতিও পাওয়া গিয়েছে। এইসব কারণেই মিঠুনকে ফের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ইডি। তাঁকে নোটিসও পাঠানো হয়েছে।

যদিও সংবাদসংস্থা পিটিআই সূত্রে দাবি, মিঠুনের আইনজীবী বিমান সরকার জানিয়েছেন, তিনি বা তাঁর মক্কেল ইডির নোটিস পাননি। ইডি বলেছিল, কোনও নথি প্রয়োজন হলে, তা চাওয়া হবে। কিন্তু ইডি এখনও কোনও যোগাযোগই করেনি।

মিঠুনের পাশাপাশি সারদাকাণ্ডে জড়িত থাকায় আগামী সপ্তাহে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষকে ফের তলব করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ওএস/এএস/মার্চ ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test