E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশে ধারাবাহিক ফেলুদা

২০১৫ এপ্রিল ০৭ ১৪:০১:৩৩
বাংলাদেশে ধারাবাহিক ফেলুদা

বিনোদন ডেস্ক : ভারতের প্রখ্যাত নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় চরিত্র প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে নিয়ে এবার ধারাবাহিক নাটক নির্মাণ হচ্ছে বাংলাদেশে। এটি তৈরি করছেন নির্মাতা শাহরিয়ার শাকিল। প্রযোজনা করছেন আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেড।

সোমবার কলকাতায় সত্যজিৎপুত্র সন্দ্বীপ রায়ের কাছ থেকে ২০টি গল্পের অনুমতি নিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ফেলুদা আমার খুব পছন্দের একটি চরিত্র। আর এ কারণে ফেলুদা নিয়ে আমার আগ্রহটাও অনেক বেশি। তাই ফেলুদা সিরিজের ২০টি গল্প নিয়ে নাটক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

উল্লেখ্য, ১৯৬৫ সালে কলকাতার `সন্দেশ` পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ এবং ৪টি অসম্পূর্ণ গল্প-উপন্যাস প্রকাশিত হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test