E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরুষবিদ্বেষী হওয়া নারীবাদ নয়

২০১৫ এপ্রিল ০৭ ২০:৪৪:৫১
পুরুষবিদ্বেষী হওয়া নারীবাদ নয়

বিনোদন ডেস্ক : মুম্বাই মিররের সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী সোনম কাপুর নারীবাদ সম্পর্কে তার শক্ত অভিমত ব্যাক্ত করেছেন। সম্প্রতি নারীর ক্ষমতায়ন নিয়ে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘মাই চয়েস’ নামের একটি তথ্যচিত্রের ভিডিও অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তোলে। বলিউড সিনেমা নির্মাতা হোমি আদজানিয়ার পরিচালনায় এতে দীপিকাসহ বিভিন্ন শ্রেনী পেশার ৯৯ জন নারীর বক্তব্য তুলে ধরা হয়।

এতে নারীর ক্ষমতায়ন সম্পর্কে যে বক্তব্য তুলে ধরা হয়েছে সে বিষয়ে সোনমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিজাত নারীরা সবসময়ই নারীবাদ সম্পর্কে ভুল ধারণা লালন করেন। তারা মনে করেন পুরুষবিদ্বেষী হলে এবং পুরুষকে ঘৃণা করলেই বুঝি নারীবাদি হওয়া যায়। আমি মনে করি নিজের মতামত জানান দেয়ার জন্য কোনো ভিডিও তৈরির দরকার নেই আমার। মুখের কথার চেয়ে আমার কর্মকাণ্ডের ওজন অনেক বেশি। নারী হিসেবে জন্মগ্রহণ করে আমি গর্বিত। আর নিজের স্বাধীনতার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কোনো বিষয়ে মতামত দানে আমি কখনোই ভীত নই। আর এটাই হল নারীবাদ।’

অন্যদিকে বলিউড লাইফ ডটকমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতীয় টিভি অভিনেত্রী মানাসি জোসি রয়ও নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে দিপীকার বিয়ে বহির্ভুত যৌন সম্পর্কের ধারণার সঙ্গে একমত নন। টিভি অভিনেতা রোহিত রয়ের স্ত্রী মানাসি বলেন, কোনো নারী যদি তার ইচ্ছেমতো যে কারো সাথে যৌন সহবাস করার অধিকার চান তবে তা হবে ব্যাভিচার। এমনকি পুরুষদের বেলায়ও একই কথা প্রযোজ্য।

(ওএস/এটিআর/এপ্রিল ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test