E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেখেশুনে কাজ করবেন শাবনূর

২০১৫ এপ্রিল ০৯ ১৪:১৫:০৯
দেখেশুনে কাজ করবেন শাবনূর

বিনোদন ডেস্ক : এদেশের চলচ্চিত্রে একটা গল্পের নাম শাবনূর। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি মাতিয়ে রেখেছেন দর্শকদের মন। বারবার গড়ে তুলেছেন সফল সব জুটি। যেসব জুটিতে উপহার দিয়েছেন অসংখ্য সফল আর জনপ্রিয় ছবি।

বয়স কিংবা সৌন্দর্যে হয়তো আজকালকার তরুণী নায়িকার মতো অতো জৌলুস নেই। তবে অভিনয়ে আজো তিনি সবার চেয়ে একধাপ এগিয়ে। স্বভাবতই নতুন করে ফিরবেন ঘোষণা দিতেই তার বাড়িতে ভিড় করছেন নির্মাতারা।

তবে শাবনূর চাইছেন একটু দেখেশুনে কাজ করতে। সম্প্রতি তিনি শিডিউল দিলেন পরিচালক বদিউল আলম খোকনকে। ‘পাগল মানুষ’ চলচ্চিত্রের অবশিষ্ট কাজ শেষ করতেই শাবনূরের শিডিউলের অপেক্ষায় ছিলেন এই পরিচালক। মঙ্গলবার সকাল ১০টায় প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে শাবনূরের চুক্তি হয় বলে জানিয়েছেন এই ছবির নায়ক শাহের খান।

২০১২ সালে ‘পাগল মানুষ’ পরিচালনার সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন এম এম সরকার। এই ঘটনার দীর্ঘ বিরতির পর প্রয়াত পরিচালকের একসময়কার সহকারী বদিউল আলম খোকন নতুন করে এই ছবির কাজ শেষ করার উদ্যোগ নেন।

বদিউল আলম খোকন বলেন, ‘আমরা অনেক দিন ধরেই শাবনূরকে বলছি শিডিউল দেওয়ার জন্য। অবশেষে মঙ্গলবার সকাল ১০টায় তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। এম এম সরকার আমার ওস্তাদ ছিলেন। এই ছবির কাজ শেষ করা এখন আমার দায়িত্ব।’

এদিকে দীর্ঘদিন ধরে শাবনূরের তিনটি ছবির শুটিং দীর্ঘদিন ধরে আটকে আছে। এগুলো হচ্ছে, ‘অবুঝ ভালোবাসা’, ‘স্বপ্নের বিদেশ’ এবং ‘এমনই তো প্রেম হয়’। এরমধ্যে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনই তো প্রেম হয়’ ছবির শুটিং সবার আগে শুরু করবেন শাবনূর। পরে ‘অবুঝ ভালোবাসা’, ‘স্বপ্নের বিদেশ’ ছবির শুটিং সম্পন্ন করবেন।

জানা গেছে, অভিনয়ের পাশাপাশি শাবনূর একটি অভিনয়ের স্কুলও পরিচালনা করবেন। এরই মধ্যে গুলশানে স্কুলটির অবকাঠামো তৈরির কাজ চলছে। কিছুদিনের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। গত কয়েক মাস আগে শাবনূর ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন।

বর্তমানে শাবনূর ইস্কাটনে নিজের ফ্লাটে থাকছেন। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এ ছবিতে শাবনূর ছাড়াও আরো অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস প্রমুখ।

(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test