E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলকাতা মাতাচ্ছেন আমাদের মেয়েরা

২০১৫ এপ্রিল ১১ ১৮:০৭:৫৪
কলকাতা মাতাচ্ছেন আমাদের মেয়েরা

বিনোদন ডেস্ক : ইন্টারনেট আর আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে কমে এসেছে পৃথিবীর দূরত্ব। বাড়ছে দেশে দেশে সম্প্রীতি। বিশেষ করে সহজ হয়েছে শিল্প ও সংস্কৃতির আদান প্রদান। সেই সুবাদে ভাষাগত সুবিধার জন্য দুই বাংলার সম্পর্ক এখন আগের চাইতে অনেকটাই বেশি সহজ ও সাবলীল।

প্রায়ই ওপার থেকে শিল্পীরা এসে এ পারে কাজ করছেন। পাল্লা দিয়ে এপার থেকেও ওপারের নিমন্ত্রণে যাচ্ছেন তারকারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ ক’জন অভিনয় তারকা কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন। তাদের জনপ্রিয়তার দৌঁড়ে এগিয়ে আছেন পাঁচ কন্যা।

জয়া আহসান
মুক্তির প্রতীক্ষায় আছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘রাজকাহিনি’। এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন জয়া আহসান। ১৯৪৭-এর ভারত-বাংলাদেশ ভাগের পটভূমিতে গড়ে উঠেছে রাজকহিনির গল্প। অবশ্য এর আগে কলকাতার আবর্ত ছবিতে অভিনয় করে ওপারের দর্শকদের মন জয় করেছেন তিনি। বর্তমানে তিনি টালিউডের নতুন ছবি ‘একটি বাঙালি ভূতের গপ্পো’তে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।


দিলরুবা ইয়াসমিন রুহি
মূলত র্যাম্প মডেল হিসেবেই দিলরুবা ইয়াসমিন রুহির মিডিয়ায় যাত্রা শুরু হয়। ২০০৭ সালে অমিতাভ রেজার পরিচালনায় প্যরাস্যুটের কান্ট্রি ক্যাম্পেইনের বিজ্ঞাপনে মডেল হয়ে সবার নজর কাড়েন তিনি। এরপর বাংলার মেলা, কে-ক্র্যাফট, ড্রেসিডেল আড়ংসহ বেশকিছু পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন।


তারই ধারাবাহিকতায় নাটক-টেলিছবিতেও পদার্পণ করেন রুহি। রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে অপরিচিতা-য় প্রথম অভিনয়। টালিগঞ্জে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে।

কুসম শিকদার
বাংলাদেশ তিনি প্রথম সারির মডেল ও অভিনেত্রী। নাটক-টেলিফিল্মে তার অভিনয় বহুবার মুগ্ধ করেছে দর্শকদের। তবে একজন নৃত্যশিল্পী হিসেবেও তিনি জনপ্রিয় এবং সমাদৃত। পারেন গান গাইতেও। বিগত দুই বছরে বেশ কিছু ছবিতে অভিনয় করে আলাদা গ্রহণযোগ্যতাও তৈরি করেছেন বহুমুখী প্রতিভার এই সুন্দরী। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সেই সুবাদেই টালিগঞ্জে ডাক পেয়েছেন।

বর্তমানে তার হাতে উপমহাদেশের প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষের শঙ্খচিল ছবিটি। ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিতের বিপরীতে এই ছবিটি বদলে দিতে পারে কুসুমের ক্যারিয়ার-এমনটাই ধারণা তার শুভাকাঙ্খীদের।

মাহিয়া মাহি
বছর তিন আগে ‘ভালোবাসার রং’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন মিষ্টি নায়িকা মাহিয়া মাহি। অনলাইনের এ যুগে বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও জনপ্রিয়তা পেয়েছেন মাহি। সেই সুবাদে অভিনয় করেছিলেন দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’এ। অঙ্কুশের বিপরীতে এ ছবিটি দারুণ হিট হয়েছে। স্বভাবতই টালিগঞ্জ মজেছে এ সুন্দরীতে। তার হাতে এখন ওপারের নির্মাতাদের বেশ কয়েকটি ছবি।


সোহনা সাবা
ব্যতিক্রমধর্মী ছবি আর গল্পে অভিনয় করে এরইমধ্যে নিজেকে ভিন্ন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। তার শুরুটা ছোটপর্দায়। সিরিয়াল থেকে ফিল্ম। খেলাঘর, চন্দ্রগ্রহণের মতো জনপ্রিয় ও প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি পাড়ি জমালেন ওপারের টালিউডে। অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ নামের একটি ছবিতে কাজ করছেন তিনি।

রোমান্টিক থ্রিলার এই ছবিতে সাবার সঙ্গে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্ত। এছাড়াও রুদ্রনীল ঘোষ, রায়েশ শর্মা, সুদীপ চক্রবর্তী ও কনিকা বন্দ্যোপাধ্যায় অভিনয় করবেন এর গুরুত্বপূর্ণ চরিত্রে।

এই ছবিতে রাকা চরিত্রে অভিনয় করবেন সাবা। গত ২ মার্চ থেকে ছবির দৃশ্যধারণ শুরু হয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test