E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এনটিভিতে আবারো শুরু হতে যাচ্ছে মার্সেল ‘হা-শো’

২০১৫ এপ্রিল ১২ ১৫:০৩:২৮
এনটিভিতে আবারো শুরু হতে যাচ্ছে মার্সেল ‘হা-শো’

স্টাফ রিপোর্টার : শীঘ্রই শুরু হচ্ছে এনটিভি কর্তৃক আয়োজিত বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এন্ড হোম এ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোশকতায় মার্সেল ‘হা-শো জোকস পারফরমেন্স ভিত্তিক রিয়্যালিটি শো।

২০১০ সালে অনুষ্ঠানটি শুরু হলে সারাদেশে থেকে কয়েক হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে মোট ৪০ জন প্রতিযোগিকে নির্বাচন করা হয় এই অনুষ্ঠানের জন্য। মোট ২৬ পর্বের অনুষ্ঠানটি সেই সময়ের একটি জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে বেরিয়ে আসা জোকস পারফর্মাররা দেশে-বিদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। উল্লেখ্য পার্শ্ববর্তী দেশের একটি জোকস রিয়েলিটি শো এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি এই মার্সেল ‘হা-শো’র মাধ্যমে প্রথম টেলিভিশন পর্দায় আসেন।

এই সাফল্যের ধারাবাহিকতায় এনটিভি আবারও তৃতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে মার্সেল ‘হা-শো’ সিজন ৩, পাওর্য়াড বাই ডাবর মেসওয়াক। জনাব হাসান ইউসুফ খানের প্রযোজনায় এবং অভিনেতা সাজু খাদেমের উপস্থাপনায় সারা দেশব্যাপী শীঘ্রই শুরু হচ্ছে অডিশন পর্ব। সারা দেশকে মোট ০৫(পাঁচ)টি অঞ্চলে বিভক্ত করে অডিশন পর্ব পরিচালনা করা হবে। অডিশন পর্ব শেষে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান।এজন্য এই শোতে অংশগ্রহনে ইচ্ছুক প্রতিযোগিদের এসএমএস এবং ফেসবুকের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে এনটিভিতে প্রচার করা হবে।

রেজিষ্ট্রেশনের জন্য এনটিভির স্ক্রলের নিয়মাবলী দেখে রেজিষ্ট্রেশন করার জন্য প্রতিযোগিদের অনুরোধ করা যাচ্ছে। মার্সেল ‘হা-শো’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবেন ১টি মার্সেল ১১০ সিসি মোটরসাইকেল, ১ম রানার আপ পাবেন ১টি মার্সেল ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং ২য় রানার আপ পাবেন ১টি ১৪ সিএফটি মার্সেল রেফ্রিজারেটর। এছাড়া অন্যান্য ০৭ (সাত) ফাইনালিষ্ট প্রত্যেকেই পাবেন ১টি করে মার্সেল মাইক্রোওয়েভ ওভেন। এছাড়াও স্মারক ক্রেষ্ট এবং সার্টিফিকেটও দেয়া হবে। প্রতি পর্বে যে সকল প্রতিযোগিগন প্রতিযোগিতা থেকে বাদ যাবেন তাদের জন্যও রয়েছে সান্ত¦না পুরস্কার, ক্রেষ্ট ও সার্টিফিকেট।

অনুষ্ঠানটি প্রতি শুক্র ও রবিবার রাত ৯:০৫ মিনিটে প্রচারিত হবে। মোট পর্বের সংখ্যা হবে ৪০টি। প্রতি শনি ও সোমবার মার্সেল হা-শো অনুষ্ঠানটি পূন: প্রচারিত হবে। অনুষ্ঠান নিয়ে এনটিভি কর্তৃপক্ষ জানান বর্তমান যান্ত্রিকতার যুগে প্রকৃত হাসির অনুষ্ঠানের আজ বড়ই অভাব। আজ স্পন্সর প্রতিষ্ঠান মার্সেল, ডাবর মেসওয়াক এবং এনটিভি এর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদনের মাধ্যমে মার্সেল ‘হা-শো সিজন ৩’, এর শুভ যাত্রা শুরু হলো।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মার্সেলের নির্বাহী পরিচালক (পিআর এন্ড মিডিয়া), জনাব মো. হুমায়ুন কবীর, ডাবর মেসওয়াক এর কর্মকর্তা এবং রঞ্জন কুমার দত্ত, হেড অব সেলস এন্ড মার্কেটিং এনটিভি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, জনাব মো. মতিয়ার রহমান, অতিরিক্ত পরিচালক, মার্সেল মার্কেটিং, হেড অব নিউজ, হেড অব এইচআর এন্ড এ্যাডমিন, চীফ নিউজ এডিটর, চীফ মিউজিক ডিরেক্টর, এনটিভি প্রমুখ।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক আমিন খান বলেন অনুষ্ঠানটি টিভি দর্শকের মাঝে প্রকৃত বিনোদনের পাশাপাশি প্রকৃত হাসির খোরাক যোগাবে এটি নিশ্চিতভাবে বলা যায়।

(এফএম/এএস/এপ্রিল ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test