E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় লালন ফকিরের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত

২০১৫ নভেম্বর ০৫ ১২:৫৫:০৬
মাগুরায় লালন ফকিরের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: বাউল সাধক লালন ফকিরের ৩১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী বাউল সাধুসঙ্গ।

শহরতলীর দরি মাগুরা সাহাপাড়া ‘সুফি বাউল সাধুগুরু সেবা সঙ্গ’ চত্বরে অনুষ্ঠিত এ সাধুসঙ্গে ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, বরগুনা, বরিশাল, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাউল সাধকরা সমাবেত হন। সন্ধ্যায় পূণ্য পাত্রদান, গুরুভক্তি ও বাউল গানের মধ্য দিয়ে বুধবার সন্ধ্যায় শুরু হয় দুদিনব্যাপী এ সাধুসঙ্গ। বৃহস্পতিবার গভীর রাত পযর্ন্ত চলবে এ অনুষ্ঠান। বাউল শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ বাউল সাধককে স্মরণ করেন।

মাগুরার বাউল সাধক লালন ফকির ১৩৯১ সালের ২০ কার্তিক পরলোক গমণ করেন। তার জন্মসময় সম্পর্কে কিছুই জানা যায়নি। জীবদ্দশায় ফকির লালন সাঁইয়ের অনুসরি হিসেবে তিনি নিজেকে লালন ফকির হিসেবেই পরিচয় দিতেন। ব্যক্তিগত জীবনে মুটের কাজ করা এই লালন ভক্ত তার নিজ বাড়িটি আখড়াবাড়ি হিসেবে বাউলদের উদ্দেশ্যে দান করে যান। তার মৃত্যু বার্ষিকীতে প্রতি বছর এ দিনটিতে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসএমএস/ নভেম্বর ০৫,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test