E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক চর্চা প্রয়োজন

২০১৬ জানুয়ারি ১৮ ২১:৩২:২৮
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক চর্চা প্রয়োজন

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দানবের জন্য নয়, গণমানুষের জন্য বেশি বেশি মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক চর্চা প্রয়োজন। যত বেশি সাংস্কৃতিক চর্চা করা যাবে, ততই সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ ঘটবে। সোমবার বিকেলে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত ১৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তৃণমূল পর্যন্ত এ উৎসবের বিকাশ ঘটাতে হবে। সারাদেশের সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ড এই উৎসবের মধ্যে দিয়ে ফুটে উঠেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, বিএনপিকে অর্ধেক জামায়াতি করবেন না। পুরো জামায়াতী হয়ে যান। আমরা মহাযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি। তিনি (বেগম জিয়া) যুদ্ধবিকৃতি করতে চান। সেটা আর হতে দেয়া যাবে না।

মন্ত্রী বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ, জলবায়ু পরিবর্তন ও জঙ্গিবাদের যুদ্ধের ময়দান থেকে আমি এসেছি। এ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। এসব দূর করতে না পারলে বাংলাদেশ ডুবে যাবে। এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এসব দূর করতে সহযোদ্ধা হিসেবে কাজ করছে এ দেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা।

সমাপনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর বক্তব্যে শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী বলেন, এ উৎসবের মাধ্যমে সারাদেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকাণ্ড দেখতে পেয়েছি আমরা। তৃণমূল পর্যন্ত এর বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকল্প একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী। লিয়াতক আলী লাকী বলেন, শিল্পকলা একাডেমিকে জেলা থেকে উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এ উৎসব প্রমাণ করেছে জেলা উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের শক্তি কী? উৎসব নয়, এটা একটা আন্দোলন।

(ওএস/পি/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test