E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংগীত ও অভিনয়ের অনন্যরূপ 'কবি'

২০১৬ জানুয়ারি ২০ ১৪:২৩:৫৭
সংগীত ও অভিনয়ের অনন্যরূপ 'কবি'

প্রান্ত সাহা : সেলিম আল দীন স্মরণ উৎসব ২০১৬ উপলক্ষে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ১৩ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় এবং অধ্যাপক ইউসুফ হাসান অর্কের নির্দেশনায় মঞ্চস্থ হয়ে গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি'। যার প্রতিটি চরিত্রে অভিনয় করেছে জাবি'র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। কেন্দ্রীক চরিত্রে ছিল নিতাই। কুসংস্কারাছন্ন সমাজে তার কবি প্রতিভার প্রকাশ যেন জাত ত্যাগের সামিল। সামাজিকভাবে ঘৃণ্য ডোম পরিবারে তার জন্ম। যা কিনা তার একেবারেই পছন্দ না। নিতাই ভালোবাসে গান বাঁধতে, গান গাইতে। নিতাইয়ের সুপ্ত কবি প্রতিভার অঙ্কুর সকল বাধা ডেঙ্গিয়ে ঠিকই সূর্যের আলোর সামনে নিজেকে মেলে ধরলো। আর চার দিকে ছড়িয়ে পড়লো তার কবি প্রতিভা, সে নিজেকে ভাবতে শুরু করলো কবিয়াল।

নিতাইয়ের মাঝে কবি প্রতিভার পাশাপাশি প্রকাশ পেল প্রেম। আর সেই প্রেমিকা তার ঠাকুরঝি। ঠাকুরঝিও নিতাইয়ের প্রেমে মশগুল। কিন্তু নিতাই কিভাবে ঠাকুরঝিকে এ কথা বলবে? সেটা ভাবতে ভাবতে টনক নড়ে নিতাইয়ের, মনে পড়ে যায় ঠাকুরঝির সাজানো সংসারের কথা। ধীরে ধীরে ঠাকুরঝির জীবন থেকে নিজেকে গুটিয়ে নেয় নিতাই। আর অপ্রকাশিত মনের মানুষ বিয়োগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ঠাকুরঝি, তার সাজানো সংসার ভেঙ্গে চুরমার।

নিতাই যেন হারিয়ে ফেলে তার জীবনের স্বাভাবিক ছন্দ। প্রতিটি মুহূর্তে একাকীত্বের দংশনে নিতাই যেন শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে নিতাইয়ের বেসুরে তানপুরাতে সুরের মূর্ছনা ছড়িয়ে আবির্ভাব হয় বসন্তের। বসন্ত এক ঝুমুরদলের সদস্য। নিতাই তার বাঁচার আশাকে পুনরুজ্জীবিত করে বসন্তের আগমনে। কিন্তু বিধাতা নিতাইয়ের কপালে বুঝি সুখ দিলো না। ঋতু চক্রে বসন্ত যেরূপ ক্ষণস্থায়ী, ঠিক তেমনই নিতাইয়ের জীবনেও বসন্ত দীর্ঘস্থায়ী সুখরূপে অবস্থান করতে পারলো না। দুরারোগ্য রোগে বসন্তও হাত ছেড়ে দিলো নিতাইয়ের। নিতাই আবার একা।

কবি নাটকের অভিনয়ে যেন অন্য মাত্রা যোগ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যা দর্শকের নাটক দেখার ক্ষুধাকে আবার জাগিয়ে তুলতে বাধ্য।

(পিএস/জানুয়ারি ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test