E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নায়করাজ রাজ্জাকের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

২০১৬ জানুয়ারি ২৩ ১৭:০৮:৩০
নায়করাজ রাজ্জাকের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিনোদন ডেস্ক : ৭৫তম জন্মদিনে অজস্র শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত নায়করাজ রাজ্জাক। আজ শনিবার ২৩ জানুয়ারি কিংবদন্তি এই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রীর পক্ষ থেকে ফুলের তোড়া ‍উপহার দেওয়া হয়েছে রাজ্জাককে।

রাজ্জাকের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে চ্যানেলটির দেড় ঘন্টাব্যাপী সরাসরি প্রচার হওয়া ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়করাজ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও ফুলের নিয়ে হাজির হন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

এ ছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে অংশ নিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, অভিনেতা ফারুক, ফেরদৌস, রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট, নায়করাজের নাতনি আরিশা ও কয়েকজন সাংবাদিক।

আরও শুভেচ্ছা জানিয়েছেন ‘আমার ছবি’ অনুষ্ঠানের উপস্থাপক শফিউজ্জামান খান লোদী ও পরিচালক শামীম আলম দীপেন। এদিকে ভিডিও বার্তায় রাজ্জাককে শুভেচ্ছা জানান, চিত্রনায়ক আলমগীর ও চিত্রনায়িকা ববিতা। দীর্ঘসময় চলমান এ অনুষ্ঠানে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রাজ্জাক স্মৃতিচারণ করেছেন জীবনের শুরু থেকে বর্তমান অবদি। চ্যানেল আই আরো সরাসরি সম্প্রচার করেছে রাজ্জাকের বাসা থেকে পরিবারারের সদস্যদের শুভেচ্ছা পর্ব, রাজ্জাকের প্রিয় স্থান এফসিডি থেকে চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার শুভেচ্ছা পর্ব। জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌসুমী বড়ুয়া ও প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

অনুষ্ঠান শেষে রাজ্জাক তার প্রিয় স্থান এফডিসিতে কিছুটা সময় কাটান।

এদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নায়করাজের উত্তরার বাসা রাজলক্ষ্ণীতে দিনভর ভিড় করেন ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা।

(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test