E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অস্কারে নারী ও সংখ্যালঘুদের অধিকার বাড়ছে

২০১৬ জানুয়ারি ২৫ ১১:৩৩:৩০
অস্কারে নারী ও সংখ্যালঘুদের অধিকার বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক :অস্কার পুরস্কার কমিটিতে নারী এবং সংখ্যালঘুদের সংখ্যা বাড়ানোর ওপর যে ঘোষণা করা হয়েছে, হলিউডের তারকারা তার প্রশংসা করেছেন।অভিনেতা ডন শিডেল মন্তব্য করেছেন এই সিদ্ধান্তটি সঠিক হয়েছে।

চলতি বছরের অস্কারের জন্য মনোনীত তারকা ম্যাট ড্যামনও এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
তবে তিনি বলেছেন, সংখ্যালঘু এবং নারীদের সংখ্যা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসকে আরও অনেক কিছু করতে হবে।

প্রতি বছর এই অ্যাকাডেমিই অস্কার পুরস্কারের জন্য প্রার্থী মনোনয়ন করে এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে থাকে।চলতি বছরের অস্কার পুরস্কারের মনোনয়ন তালিকায় কোন কৃষ্ণাঙ্গ বা অন্য কোন সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সদস্য নেই বলে সম্প্রতি এর প্রবল সমালোচনা শুরু হয়েছে। মনোনয়ন তালিকার নাম দেয়া হয়েছে `লিলি হোয়াইট`।

চলচ্চিত্র পরিচালক স্পাইক লি, অভিনেতা উইল স্মিথ এবং তার অভিনেত্রী স্ত্রী জাডা পিংকেট স্মিথ ২৮শে ফেব্রুয়ারি অস্কার পুরস্কার অনুষ্ঠানটি বর্জন করার ঘোষণা করেন।


এরপরই অ্যাকাডেমির সভাপতি শেরিল বুন ইস্যাক্স ঘোষণা করেন যে অ্যাকাডেমির পরিচালনা কমিটিতে তিনটি নতুন পদ যোগ করা হবে, যার মধ্য দিয়ে জাতিসত্ত্বাগত বৈচিত্র্য সংরক্ষিত হবে।

এই পরিচালনা কমিটির যেসব সদস্য বহুদিন ধরে নিষ্ক্রিয় রয়েছেন, তাদের ভোটাধিকার বাতিল করা হবে বলেও তিনি জানান।

তবে বেশ ক`জন তারকা চলতি বছরের অস্কার বর্জন করলেও এই অনুষ্ঠানটি কিন্তু উপস্থাপন করবেন একজন কৃষ্ণাঙ্গ অভিনেতা। তিনি হলেন ক্রিস রক।

এই অনুষ্ঠানে যোগদান না করার জন্য তার প্রতি ডাক দেয়া হলেও তিনি তা শুনছেন না। তবে তিনি অস্কারের প্রবল সমালোচনার পর তিনি অনুষ্ঠানের স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন এনেছেন।


(ওএস/এস/জানুয়ারি২৫,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test