E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে ‘প্রাণসখা ঢাকা’

২০১৬ ফেব্রুয়ারি ০৯ ১৮:০১:১৬
ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে ‘প্রাণসখা ঢাকা’

বিনোদন ডেস্ক : ভালোবাসা মানেই সুন্দর কিছু, আর ভালোবাসার শহর মানেই সুন্দর পরিচ্ছন্ন শহর। ঢাকা তার বাসিন্দাদের কাছে ভালোবাসার শহর। তাই ঢাকার প্রত্যেক মানুষের একটাই চাওয়া- একটা সুন্দর, পরিচ্ছন্ন, সাজানো-গুছানো পরিপাটি ঢাকা শহর।

এজন্যই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করেছে। আর এ ঘোষণা বাস্তবায়ন করে সুন্দর পরিচ্ছন্ন ঢাকা শহর শহরবাসীকে উপহার দিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে শাহবাগ চত্বরে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং চ্যানেল আই ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

এতে থাকছে গুণীজনের কথা, ঢাকার ঐতিহ্যের প্রদর্শনী, ঢাকাইয়া খাবারের আয়োজন, নাচ, কবিতা আবৃত্তি, ভালোবাসার গানের কনসার্ট, যাতে থাকছে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস্, জলের গান, শিরোনামহীনসহ আরো অনেক ব্যান্ড দলের শিল্পীদের পরিবেশনা। এ আয়োজনের কিছু অংশ চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।

এ উপলক্ষে মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি আনুষ্ঠানিকভাবে ‘প্রাণসখা ঢাকা’র মূল কার্যক্রমের সংক্ষিপ্ত বনর্ণা উপস্থিত গণমাধ্যম সাংবাদিকদের উদ্দেশে তুলে ধরেন। এ সময় তিনি ‘প্রাণসখা ঢাকা’-কে এক সার্বজনীন উৎসবে পরিণত করতে আগামী ১৪ ফেব্রুয়ারি শাহবাগ চত্বরে প্রত্যেক ঢাকাবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিজ্ঞাপনী সংস্থা মাত্রা’র ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন এবং সানাউল আরেফিন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিরা।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test