E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রচারে আসছে শমী কায়সারের ‘আকাশের ওপারে আকাশ’

২০১৬ ফেব্রুয়ারি ২২ ১৫:১০:২৬
প্রচারে আসছে শমী কায়সারের ‘আকাশের ওপারে আকাশ’

বিনোদন ডেস্ক : প্রচারে আসছে শমী কায়সার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘আকাশের ওপারে আকাশ’। এই নাটক দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিকে অভিনয় করলেন দর্শকনন্দিত এই অভিনেত্রী।

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে এর প্রথম পর্বটির প্রচার হবে। এটি সপ্তাহের প্রতি সোমবার ও মঙ্গলবার প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নাটকটির পরিচালক বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

আবুল হায়াত ও কামরুল আহসানের যৌথ রচনায় নাটকে শমী ছাড়া আরো অভিনয় করেছেন- আবুল হায়াত, হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, মুরাদ পারভেজ, শর্মিলী আহমেদ, দিলারা জামান, লায়লা হাসান, নাজনীন হাসান চুমকি, জেনী, তানজিকা, রীনা রহমান প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যাবে ‘কাউসেন্সিং সাইকোলজির উপর উচ্চতর গবেষণা করার জন্য ফারজানা গিয়েছিল আমেরিকা। পড়াশোনা শেষ করে ওখানেই থেকে গিয়েছিল। ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়াতো। ভালবেসে বিয়ে করেছিল রায়হানকে। রায়হানও ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়ায়।

বিয়ের পর পরই রায়হানের সাথে ফারজানার সৃষ্টি হয় তীব্র ব্যক্তিত্বের সংঘাত। মূলত এ ব্যক্তিত্বের সংঘাত সাংষ্কৃতিক। রায়হান কথায় কথায় বাংলাদেশকে ছোট করে কথা বলে। ফারজানা বার বার বাংলাদেশে চলে আসতে বললেও রায়হান কিছুতেই রাজি হয় না। একদিন ফারজানা মেয়েকে নিয়ে একাই বাংলাদেশে বাবার বাড়িতে চলে আসে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test