E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালমানকে হত্যার হুমকি

২০১৬ ফেব্রুয়ারি ২৩ ১৪:০৮:১৭
সালমানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধানে নেমেছে মুম্বাই পুলিশ। সোমবার খবরটি বের হওয়ার পর ৫০ বছর বয়সী এই অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি ১৫ ঘণ্টার ব্যবধানে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুম নাম্বারে দু’বার ফোনে হুমকি দেওয়া হয়। মুম্বাই পুলিশের ধারণা, এটা স্রেফ ধাপ্পাবাজি। তবে তারা হালকাভাবে নিচ্ছেন না ব্যাপারটাকে।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ মুম্বাইয়ের মেরিন ড্রাইভ রোড ও মালাডের পূর্বাঞ্চলে কুরার থানা এলাকা থেকে ফোনটি এসেছে। পুলিশ অজ্ঞাত ব্যক্তিকে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আজাদ ময়দান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এশিয়ান এইজের এক প্রতিবেদনে বলা হয়, যে ফোন নাম্বার থেকে কল এসেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। অজ্ঞাত ওই ব্যক্তি পাবলিক ফোন থেকে কল করেছিলো কি-না নির্ণয় করা যায়নি।

মেরিন ড্রাইভ থানার এক কর্মকর্তা জানান, কন্ট্রোল রুম থেকে এ ঘটনা সম্পর্কে তাদেরকে অবগত করা হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তি মেরিন ড্রাইভ এলাকার একটি পিসিও (পাবলিক কল অফিস) নাম্বার থেকে ফোন করেছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘ওই পিসিও একটি ফার্নিচার দোকানের সামনে অবস্থিত। একই এলাকার সিসিটিভি ফুটেজ দেখেও অজ্ঞাত ব্যক্তির কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে তাকে ধরতে বেগ পেতে হচ্ছে।

এদিকে সালমান পুলিশকে জানান, তিনি কোনো হুমকিমূলক ফোন পাননি। পুলিশের ধারণা, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় এই হুমকি দিয়েছেন। এরই মধ্যে তাদের ক্রাইম ব্রাঞ্চও বিষয়টি খতিয়ে দেখছে হুমকি দেওয়া পেছনে কি কারণ থাকতে পারে। শিগগিরই তাকে খুঁজে বের করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।’

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test