E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ‘‌আত্মসাৎ’‌ করে  ‘‌বৃহন্নলা’ !

২০১৬ মার্চ ১৯ ১৫:২৫:০২
সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ‘‌আত্মসাৎ’‌ করে  ‘‌বৃহন্নলা’ !

বিনোদন ডেস্ক:‌ সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ‘‌আত্মসাৎ’‌ করে বাংলাদেশের এক পরিচালকের ছবিকে জাতীয় পুরস্কার ঘোষণায় তীব্র প্রতিবাদ জানালেন পশ্চিমবাংলার দুই প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও দেবেশ রায়।

এ ব্যাপারে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে চিঠিও দিয়েছেন তাঁরা। ওই চিঠিতে তাঁরা লিখেছেন, সম্প্রতি বিভিন্ন সংবাদ-‌মাধ্যম সূত্রে আমরা জেনেছি, বাংলাদেশের পরিচালক মুরাদ পারভেজ নির্মিত ‘‌বৃহন্নলা’–‌কে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ওই চলচ্চিত্রের জন্যই শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় পুরস্কার দেওয়া হবে মুরাদ পারভেজকে। কিন্তু আমরা সবিস্ময়ে লক্ষ্য করলাম, ‘‌বৃহন্নলা’ কাহিনীটি পশ্চিমবঙ্গের প্রয়াত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ‘‌গাছটা বলেছিল’‌ গল্প থেকে সম্পূর্ণই আত্মসাৎ করা হয়েছে। এমনকি ‘‌বৃহন্নলা’ নামটিও নেওয়া হয়েছে ওই গল্প থেকেই।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও দেবেশ রায় দুজনেরই গুরুতর অভিযোগ, ‘‌অথচ চলচ্চিত্রের মূল কাহিনীটি যে সিরাজের লেখা, সেকথা উল্লেখ বা ঋণ স্বীকার করা হয়নি কোথাও। তাই বিষয়টি নজরে আনার জন্যই আমাদের এই চিঠি।’‌

এই বাংলার বর্ষীয়ান দুই প্রথিতযশা লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও দেবেশ রায়ের বক্তব্য:‌ ‘‌এ ধরনের কুম্ভীলকবৃত্তিকে জাতীয় পর্যায়ে সম্মানিত করা হলে তা যেমন বাংলাদেশের পক্ষে গৌরবের হবে না, তেমনই দুই বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রেও তা অনভিপ্রেত।’‌ তাই তাঁরা দাবি তুলেছেন, ‘‌বৃহন্নলা’ চলচ্চিত্রের প্রকৃত লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ— এই তথ্যটি সিনেমায় উল্লেখ করে ঋণ স্বীকার করা হোক।

এদিকে গুরুতর এই অভিযোগ ওঠায় সংবাদপত্রে মুরাদ পারভেজ সম্প্রতি বলেছেন, ‘‌সিরাজের অনেক লেখা আমি পড়েছি। আমার অবচেতন মনে ছবির কোনও ঘটনা যদি মিলে যায়, তা হলে আমি দুঃখিত। তবে আমি জেনেশুনে ওই গল্প থেকে কিছু নিইনি।’‌‌‌‌আজকালের প্রতিবেদন ।

(এমডি/এস/মার্চ১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test