E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেলিভিশনের পর্দায় স্বাধীনতা দিবস

২০১৬ মার্চ ২৬ ১৩:৫৫:৫৬
টেলিভিশনের পর্দায় স্বাধীনতা দিবস

বিনোদন ডেস্ক : নানান আয়োজনে টেলিভিশন চ্যানেলগুলো উদযাপন করছে স্বাধীনতা দিবস। এর মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের নাটক। বিশেষ নাটকগুলো নির্মাণ করেছেন গুণী নির্মাতারা।

অভিনয় করেছেন নবীন-প্রবীণ জনপ্রিয় তারকারা। জেনে নিন তেমন কয়েকটি নাটকের খবর—

এনটিভির অনুষ্ঠানমালায় রয়েছে দুই নাটক। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘যোগ বিয়োগ’। সারওয়ার রেজা জিমির রচনা থেকে পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আফরান নিশো, আনিকা কবির শখ ও মিতা চৌধুরী। রিয়াজ মাহমুদ জুয়েলের গল্পে ও তুহিন অবন্তের চিত্রনাট্য-পরিচালনায় ‘ক্যাকটাস’ প্রচার হবে রাত পৌনে ১২টায়। অভিনয় করেছেন আলী যাকের, ড. ইনামুল হক, ঈশিতা, হিল্লোল ও কাজী রাজু।

একুশে টেলিভিশনে রাত ১০টা প্রচার হবে ‘দীপান্বিতা’। চয়নিকা চৌধুরীর রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, রিচি সোলায়মান ও টাপুর টুপুর।

বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘ভয়াল রাতে কমলাপুর স্টেশন’। হায়দার আনোয়ার খান জুনোর রচনা থেকে পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয়ে আছেন মানস বন্দ্যোপাধ্যায়, শিরিন বকুল ও তানভীর।

রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘বিশ্বাসঘাতক’। মেজবাহ উদ্দীন সুমনের রচনা থেকে পরিচালনা করেছেন হাবিব মাসুদ। অভিনয় করেছেন তারিক আনাম খান, আফরান নিশো ও প্রভা।

বৈশাখী টেলিভিশনের ‘যে দিন সিথির গল্পে সিঁদুর ছিল না’ প্রচার হবে বিকেল ৪টায়। ইউসুফ আলী খোকনের রচনা থেকে পরিচালনা করেছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন তিশা ও কেএস ফিরোজ।

মাছরাঙা টেলিভিশনে দুপুর সোয়া ১২টায় প্রচার হবে টেলিফিল্ম ‘আমি যুদ্ধে যাব’। পরিচালনা করেছেন নায়ক রাজ্জাক। অভিনয় করেছেন সম্রাট, বিদ্যা সিনহা মিম, মামুনুর রশীদ ও শিরিন আলম।

এসএ টেলিভিশনে রাত ১১টায় প্রচার হবে ‘আহ্বান’। এ জাবির রাসেলের পরিচালনায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, আব্দুল আজিজ ও আশরাফ কবির।

চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘মধ্যরাতে সাত মাইল’। মূল গল্প রাবেয়া খাতুনের। ফজলুল করিমের নাট্যরূপে পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও জেনি।

(ওএস/এএস/মার্চ ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test