E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন মোনালি ঠাকুর

২০১৬ মার্চ ২৮ ১৪:৫৭:১৭
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন মোনালি ঠাকুর

বিনোদন ডেস্ক : প্রথমবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন মোনালি ঠাকুর। ‘দম লাগা কে হেইশা’ ছবির ‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন এই বাঙালি কণ্ঠশিল্পী। এর কথা লিখেছেন বরুণ গ্রোভার। সুরকার অনু মালিক।

রজতকমল পুরস্কার হিসেবে মোনালি পাবেন নগদ ৫০ হাজার রুপি ও সনদপত্র। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে এগুলো গ্রহণ করবেন ৩০ বছর বয়সী এই গায়িকা।

‘মোহ মোহ কে ধাগে’ গানের জন্য এ বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা গায়িকার পুরস্কার জেতেন মোনালি। এ ছাড়া গিল্ড অ্যাওয়ার্ডও এসেছে তার ঘরে।

২০০৬ সালে ‘জান-এ-মান’ ছবির ‘কবুল কার লে’ গানের মধ্য দিয়ে বলিউডের গানে অভিষেক হয় মোনালির। এরপর অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘জারা জারা টাচ মি’ ও ‘খোয়াব দেখে’ (রেস), ‘মিঁউ’ (গোলমাল রিটার্নস), ‘খুদায়া খায়ের’ (বিল্লু), ‘জিঙ্গেল জিঙ্গেল’ (বদমাশ কোম্পানি), ‘আনজানা আনজানি কি কাহানি’ (আনজানা আনজানি), ‘আগা বাই’ (আইয়া), ‘তু মোহাব্বত হ্যায়’ (তেরে নাল লাভ হো গ্যায়া), ‘রঘুপতি রাঘব’ (কৃষ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা) প্রভৃতি।

ভারতের বাংলা ছবিতেও মোনালির গাওয়া বেশকিছু গান তুমুল জনপ্রিয় হয়েছে। এ তালিকায় ওপরের দিকে আছে ‘ও মধু’ (রংবাজ), ‘ইটস অনলি পেয়ার’ (দুই পৃথিবী), ‘ঠিক থাকিস’ (জানি দেখা হবে), ‘ইটস হান্ড্রেড পার্সেন্ট লাভ’ (হান্ড্রেড পার্সেন্ট লাভ), ‘এই ভালো এই খারাপ’ (গল্প হলেও সত্যি) প্রভৃতি।

শুধু গান নয়, অভিনয়ও করেছেন মোনালি। নাগেশ কুকুনুরের পরিচালনায় ‘লক্ষ্মী’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। আমির খানের ‘পিকে’ ছবিতে কাশ্মিরি মেয়ের চরিত্রে অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে তাকে। ২০০৭ সালে বাংলা ছবি ‘কৃষ্ণকান্তের উইল’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার।

(ওএস/এএস/মার্চ ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test