E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ সুচিত্রা সেনের জন্মদিন

২০১৬ এপ্রিল ০৬ ১৪:১৮:৪৫
আজ সুচিত্রা সেনের জন্মদিন

বিনোদন ডেস্ক : বাংলা ছবির মহানায়িকা ছিলেন সুচিত্রা সেন। আজ এই কিংবদন্তির জন্মদিন। ১৯৩১ সালের ৬ এপ্রিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। এদিন উপলক্ষে সুচিত্রার জন্মভিটা পাবনাতে নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

তারমধ্যে কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রয়াত এ নায়িকার জন্মদিনের উৎসব শুরু হয়। আজ বুধবার থেকে পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করা হয়েছে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পাবনা জেলা প্রশাসনের আয়োজনে আজ সন্ধ্যা থেকে পাবনা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে এ চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকছে আলোচনা অনুষ্ঠান।

জানা গেছে, সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আলমগীর কবিরের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, যুগ্ম মহাসচিব এসএ হক অলিক, চলচ্চিত্র নির্মাতা রিফিক শিকদার ও চিত্রনায়ক নিরব উপস্থিত থাকবেন।

উৎসবে সুচিত্রা সেন অভিনীত ‘সপ্তপদী’, ‘গৃহদাহ’, ‘হসপিটাল’, ‘শাপমোচন’, ‘হারানো সুর’, ‘উত্তর ফাল্গুনী’ এবং ‘সাগরিকা’ ছবিগুলো প্রদর্শিত হবে।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test