E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনকাট ছাড়পত্র পেল ‘অস্তিত্ব’

২০১৬ এপ্রিল ০৬ ১৫:১৪:৪১
আনকাট ছাড়পত্র পেল ‘অস্তিত্ব’

বিনোদন ডেস্ক : আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘অস্তিত্ব’ মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। বাকি ছিল সেন্সরের আনুষ্ঠানিকতা, তাও সম্পন্ন হলো।

অনন্য মামুন পরিচালিত সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে মঙ্গলবার। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে টেলিভিশন থেকে আসা এ দুই তারকাকে।

মামুন পরিবর্তন ডটকমকে বুধবার জানান, সেন্সর বোর্ড ‘অস্তিত্ব’র প্রশংসা করেছে। পছন্দ করেছে গল্প ও নির্মাণ। তাই মিলেছে আনকাট ছাড়পত্র।

তিনি আরও জানান, সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি। তবে মে মাসের কোনো এক শুক্রবারে ‘অস্তিত্ব’ হাজির হবে দর্শকদের সামনে। শিগগিরই তারিখটি জানিয়ে দেওয়া হবে।

২০১৫ সালের মাঝামাঝিতে ‘অস্তিত্ব’র শুটিং শুরু হয়। ঢাকা, সিলেট, কক্সবাজার ও ভোলার কয়েকটি লোকেশন হয় দৃশ্যায়ন। দেশের পাশাপাশি ওমান, মালয়েশিয়া ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ‘অস্তিত্ব’ মুক্তি পাবে। সম্প্রতি বিভিন্ন দেশের পরিবেশকদের সঙ্গে বৈঠকও করেছেন অনন্য।

‘অস্তিত্ব’র গল্প অনন্য মামুনের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সোমেশ্বর অলি ও কার্লোস সালেহ। আরও অভিনয় করেছেন সুচরিতা, সুজাতা, নিঝুম রুবিনা, জোভান ও ডন।

ইতোমধ্যে ‘অস্তিত্ব’র টিজার, ট্রেলার ও দুটি গানের ভিডিও প্রকাশ হয়েছে। যা দর্শকদের মাঝে দারুণ আগ্রহ জাগিয়েছে।

সম্প্রতি বিশেষ শিশুদের নিয়ে অনন্য নির্মাণ করেছেন মিউজিক ভিডিও। তাতে অংশ নেন ১৩ জন তারকা। ‘অস্তিত্ব’র গল্পেও থাকছে বিশেষ শিশুরা। তবে ওই ভিডিওটির সঙ্গে সিনেমার সম্পর্ক নেই বলে জানান ‘মোস্ট ওয়েলকাম’ নির্মাতা।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test