E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ জ্যাকি চ্যানের জন্মদিন

২০১৬ এপ্রিল ০৭ ১৪:৪৩:৩৮
আজ জ্যাকি চ্যানের জন্মদিন

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের আইকন তিনি। পর্দায় তার উপস্থিতি মানেই বিনোদন। তিনি কাঁদতে কাঁদতে হাসান, প্রেম করতে গিয়ে হাসান, মারপিট করতে করতেও হাসান। অনবদ্য তার অভিনয়। আর সেই গুণের জোরেই এশিয়ার অভিনেতা হয়েও হলিউডেও তার প্রভাব প্রথম সারিতে।

বলছি নন্দিত অভিনেতা জ্যাকি চ্যানের কথা। আজ তার ৬২তম জন্মদিন। ১৯৫৪ সালের ৭ এপ্রিল হংকং শহরে জন্মগ্রহণ করেন এই তারকা অভিনেতা। বিশ্বজুড়ে জ্যাকি চ্যান নামে পরিচিত হলেও জন্মসূত্রে তার নাম রাখা হয় চ্যান কং স্যাং।

ষাটের দশকে প্রথম চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি। অভিনয় জীবনে এখন পর্যন্ত প্রায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন মার্শাল আর্ট তারকা। বলে রাখা ভালো তিনি শুধুই একজন অভিনেতা নন, একই সাথে তিনি অ্যাকশন কোরিওগ্রাফার, চলচ্চিত্র প্রণেতা, রঙ্গ অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, উদ্যোক্তা, কণ্ঠশিল্পী ও স্ট্যান্ট পারফর্মারও।

এইসব বহুমুখী প্রতিভাই তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। ব্যাক্তিগত অর্জনের ঝুলিতে আছে হংকং এভিনিউ অব স্টার্স ও হলিউড ওয়াক অব ফ্রেমের মতো পুরস্কার।

‘দ্য বিগ ব্রল’, ‘ক্যানোবল রান’, ‘দ্য ইয়ং মাস্টার’, ও ‘ড্রাগন লর্ড’র মতো অসংখ্য ছবিতে তার অভিনয় মুগ্ধ করে রেখেছে চলচ্চিত্রামোদিদের।

সম্প্রতি এই তারকা কাজ করছেন বলিউড ও চায়না ফিল্ম ইন্ড্রাস্ট্রির যৌথ প্রযোজনার ‘কুংফু যোগা’ ছবিতে। ছবিটির পরিচালনায় আছেন ফারাহ খান।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test