E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রবাসী দুই শিল্পীর ‘ভাবনা’ ও ‘আমার আমি’

২০১৬ এপ্রিল ০৮ ১৬:০০:৩৩
প্রবাসী দুই শিল্পীর ‘ভাবনা’ ও ‘আমার আমি’

হাবিবুর রহমান : প্যারিসে বসবাস করা প্রবাসী দুই কণ্ঠ শিল্পী আরিফ রানা ও কুমকুম দম্পতি একক এ্যালবাম ভাবনা এবং আমার আমি মোড়ক উন্মোচন করা হয়েছে।

সাম্প্রতি রাজধানী ঢাকার বেইলি রোডের একটি রেস্তারায় জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশ হওয়া এ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশের ভাইস প্রেসিডেন্ট ও সম্মিলিত সাংস্কৃতি জোটের ভাইস প্রেসিডেন্ট ঝুনা চৌধুরী, সাধারন সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটারের জেনারেল সেক্রেটারি আক্তারুজ্জমান, দ্যা রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম, চলচিত্র নির্মাতা উজ্জল মাসুদ হাসান,অগ্নিবীণার স্বত্বাধিকারি খালিদ রানা, সঙ্গীত শিল্পী নিলুফা লিলি, পথিক নবী, পান্থ কানাইসহ আরো অনেকে।

নিজ দায়িত্ববোধ থেকে শিল্পী দম্পতি বাংলা গান নিয়ে প্রবাসে কাজ করায় দুজন কে সবাই অভিনন্দন জানান। এবং তারা বাংলা গানকে বিশ্ব আসনে স্থান করবার চেষ্টা করছে তাই তাদের শুভ কামনা করেন।

আরিফ রানা বলেন, আমি মনে করি আমরা যারা প্রবাসে থাকি তারা নিজের দায়িত্ববোধ থেকে যে যেটা পারে সেটাই তুলে ধরা উচিৎ। আমি গানের সাথে বাংলাদেশে থাকা অবস্থায় আগেই জড়িত তাই এটাকেই নিয়ে এগিয়ে যেতে চাই। এই তাগিদে আমি চাই সব দেশে বাংলা শুনুক।

বিষন্ন এবং একা ও রং করা পুতুলের পর আরিফ রানার এটি তৃতীয় এবং কুমকুমের এটি প্রথম একক এ্যালবাম।

(এইচআর/এএস/এপ্রিল ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test