E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছোটপর্দায় বর্ষবরণ

২০১৬ এপ্রিল ১৪ ১০:২৫:৫৬
ছোটপর্দায় বর্ষবরণ

বিনোদন ডেস্ক : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমান বাংলা সংস্কৃতির অংশ হিসেবে নববর্ষকে বরণ করে নিতে শহর, গঞ্জে, গ্রামে থাকে নানান রঙের পসরা। এসব আনন্দের মাঝে বাড়তি বিনোদন যোগ করে টিভি চ্যানেলের বিশেষ অনুষ্ঠানমালা।

রমনার বটমূল থেকে ছায়ানটের বর্ষবরণ সরাসরি দেখাবে বিটিভি। মঙ্গল শোভাযাত্রাও সরাসরি সম্প্রচার করবে চ্যানেলগুলো। পহেলা বৈশাখ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলোর নির্বাচিত কিছু খবর রইলো।

হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোর সাড়ে ৫টায় শুরু হবে ‘হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ-১৪২৩’। সুরের ধারা ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে এক হাজার শিল্পী গাইবেন বর্ষবরণের গান। সার্বিক তত্ত্বাবধান করবেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করবেন দেশের গুণী ও বরেণ্য শিল্পীরা। অনুষ্ঠানস্থলে থাকবে বৈশাখী মেলার আয়োজন। পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানা পণ্যে সুসজ্জিত থাকবে মেলার স্টলগুলো। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।

ঐতিহ্যের বাংলা, বাংলার ঐতিহ্য
এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘ঐতিহ্যের বাংলা, বাংলার ঐতিহ্য’। এতে উঠে এসেছে বাংলার বিভিন্ন লোকজ ঐতিহ্য। সাক্ষাৎকার, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। চারটি সেগমেন্টের মাধ্যমে বাংলার ঐতিহ্যের উল্লেখযোগ্য কিছু দিক তুলে ধরা হবে, সঙ্গে থাকবে চারজন বিশ্লেষকের বিশ্লেষণ।

দীপ্ত টিভির বর্ষবরণ
বেসরকারি চ্যানেল দীপ্ত টিভির আয়োজনে সকাল সাড়ে ৭টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘দীপ্ত টিভির বর্ষবরণ ১৪২৩’। বর্ষবরণের গান পরিবেশন করবেন লিলি ইসলাম ও তার দল উত্তরায়ন। সমবেত নৃত্য পরিবেশন করবেন মণিপুরী মহিলা নৃত্যশিল্পী গোষ্ঠী (কেয়া সিংহা) এবং লায়লা হাসান ও তার দল। আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও শিমূল মুস্তাফা, গান গাইবেন ফরিদা পারভীন ও রিজিয়া পারভীন। পালা গান পরিবেশন করবেন কুদ্দুস বয়াতি ও তার দল।

চলচ্চিত্র
চ্যানেল আইতে দুপুর ২টা ৩০ মিনিটে ‘জালালের গল্প’ (তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মৌসুমী হামিদ, নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান), এনটিভিতে দুপুর ২টা ৩৫ মিনিটে ‘শিল্পী’ (আলমগীর, রুনা লায়লা, তানি লায়না), দেশ টিভিতে সকাল ৮টায় ‘রাগী’ (রাজ্জাক, ববিতা, পপি, রুবেল, এটিএম শামসুজ্জামান), চ্যানেল নাইনে সকাল ৯টায় ‘লালন’ (রাইসুল ইসলাম আসাদ, শমী কায়সার), এশিয়ান টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে ‘পৃথিবী তোমার আমার’ (রাজ্জাক, ফারুক, শাবনূর, রিয়াজ)।

অন্যান্য
এশিয়ান টিভিতে রাত ১০টায় ‘মুভিবাজার’-এর বিশেষ পর্ব। বিষয় সিনেমায় বাংলা সাহিত্য। অতিথি নির্মাতা মোরশেদুল ইসলাম। পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় সৈকত সালাহউদ্দিন। রাত সাড়ে ১০টায় রয়েছে মাহমুদুজ্জামান বাবুর উপস্থাপনায় ‘ঢাক ঢোলে বৈশাখ’। সংগীত পরিবেশনায় মাহমুদুজ্জামান বাবু, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার ও অনিমা গোমেজ মুক্তি।

(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test