E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চন্দন দস্যু বীরাপ্পনকে  নিয়ে সিনেমা

২০১৬ এপ্রিল ১৯ ০৯:২৩:৩৯
চন্দন দস্যু বীরাপ্পনকে  নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক :জঙ্গলের ত্রাস!‌ একটা কথাই যথেষ্ট বীরাপ্পনের জন্য। ৯৭ পুলিশ কর্মী, ১৮০ সাধারণ মানুষ, ৯০০ হাতি জান খুইয়েছিল তার হাতে। বীরাপ্পনের হদিশ করে তাকে খতম করতে তৎকালীন কেন্দ্র ও রাজ্য সরকারের খরচ হয়েছিল প্রায় ৭৩৪ কোটি টাকা। তাও দীর্ঘদিন ধরে তার টিকি ছুতে পারেনি প্রশাসন। তাকে নিয়েই ছবি। ট্রেলার দেখে মনে হচ্ছে, বড়সড় কামব্যাক করতে চলেছেন রামগোপাল।

দক্ষিণের গভীর জঙ্গল, নৃশংস হত্যার দৃশ্য, ‘‌সত্য’‌ ‘‌সরকার’‌-এর চেনা রামগোপাল ধরা দিলেন এই ট্রেলারেও। এ বছরের শুরুতে কন্নড় ভাষায় বীরাপ্পানকে নিয়ে এই ছবিটি তৈরি করেছিলেন তিনি। সেই ছবিই মে মাসের ২৭ তারিখে মুক্তি পাচ্ছে হিন্দিতে। সোমবারই রাম গোপাল নিজের ইউ টিউব চ্যানেলে প্রকাশ করলেন ছবির ট্রেলার। কোনও বিখ্যাত বলিউড অভিনেতা নয়, নাম ভুমিকায় অভিনয় করেছেন এন এস ডি-র প্রাক্তন ছাত্র সন্দীপ ভরদ্বাজ। উল্লেখযোগ্য, এই ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন জিৎ গাঙ্গুলী।




(ওএস/এস/এপ্রিল১৯,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test