E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রথমবার একসঙ্গে এলিটা ও কিশোর

২০১৬ এপ্রিল ২৬ ১১:০৪:৩৪
প্রথমবার একসঙ্গে এলিটা ও কিশোর

বিনোদন ডেস্ক : এলিটা এবং কিশোর দু’জনেই দেশীয় সংগীতে স্বতন্ত্র অবস্থানে থেকে মুগ্ধতা ছড়াচ্ছেন গানে গানে। দু’জনেরই রয়েছে ভিন্ন ধাঁচের কণ্ঠশৈলী।

দুজনেই পেয়েছেন জনপ্রিয়তাও। এলিটার ‘হৃদয়ের ঝড়ে আকাশ পাতাল’ এবং কিশোরের ‘ফিরে আসো না’ গান দু’টি এখনও দারুণ জনপ্রিয়। সংগীতের এই দুই তরুণ তুর্কি এবারই প্রথম এক হলেন দ্বৈত গানের একটি বিশেষ অ্যালবামে কণ্ঠ দিয়ে।

আলোচিত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে তৈরি অ্যালবামটির নাম ‘তুমি আর আমি’। নামেই স্পষ্ট- এটি সাজানো হয়েছে বেশ কিছু দ্বৈত রোমান্টিক কথার মেলোরক গান দিয়ে। গান লিখেছেনও দু’জন জনপ্রিয় গীতিকবি। কবির বকুল এবং সোমেশ্বর অলি।

অ্যালবামে গানের শিরোনামগুলো হলো- এখনও তোমার নামে, রাতের চেয়ে, ওপারে তো বইছে বাতাস, একা বোকা চাঁদ, একটাই তুমি এবং এমনি একটা প্রেমে।

‘তুমি আর আমি’ গান প্রসঙ্গে এলিটা বলেন, ‘গানগুলোর মধ্যে এক ধরনের স্মৃতিকাতরতা আছে। কথা-সুর-সংগীত মিলিয়ে একটা ফেলে আসা সুখের আভাস পাওয়া যায়। ধারনা ভুল না হলে এই গানগুলো শুনে বাংলা গানের নিখাদ শ্রোতারা স্বস্তি পাবেন।’

কিশোর বলেন, ‘এলিটা আপুর সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের। কারণ তিনি গানটা ভালো বোঝেন। তবে তার জন্য গান তৈরি করা এবং সহশিল্পী হিসেবে গাওয়া বেশ চ্যালেঞ্জিং। উনার যে কণ্ঠ এবং গায়কী সেটা অদ্বিতীয়। তাই ভালো কিছু গানের চেষ্টা করেছি সাধ্যমতো। বাকিটা শ্রোতাদের বিবেচনা।’

অ্যালবামের সবগুলো গানের সুর-সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। সম্প্রতি পুরো রেকর্ডিং শেষ করেছেন নগরীর কম্পোজ স্ট্যান্ড স্টুডিওতে। শিগগিরই অ্যালবামের গানগুলো এক্সক্লুসিভ আকারে ডিজিট্যালি মুক্তি পাচ্ছে জিপি মিউজিক অ্যাপস-এ। জানিয়েছেন প্রযোজক এসকে সাহেদ আলী।

(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test