E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফ্লোরিডায় হামলার ঘটনায় বিশ্বব্যাপি তারকাদের নিন্দা

২০১৬ জুন ১৩ ১৬:৩৪:২৭
ফ্লোরিডায় হামলার ঘটনায় বিশ্বব্যাপি তারকাদের নিন্দা

বিনোদন ডেস্ক : বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমকামী এক নাইটক্লাবে গতকাল রবিবার নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন। নৃশংসতা সব সময়ই নিন্দনীয়। এমন নৃশংস হামলায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

এই হত্যাকাণ্ড নাড়া দিয়েছে পুরো বিশ্বকে। সেইসঙ্গে শোকাচ্ছন্ন হলিউড ও বলিউডের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা সোচ্চার হয়েছিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে।

ওই হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইট প্রকাশ করেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তার টুইট বার্তায় তিনি জানান, ‘হামলার খবর শুনে হৃদয় ভেঙ্গে গেলো। পৃথিবীতে শান্তি ফিরে আসুক। সবাই নিহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।’

আলিয়া ভাট তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘কি নির্মম ঘটনা! একবার চিন্তা করে দেখুন কতটা কষ্ট পাচ্ছে নিহতদের পরিবারের মানুষজন।’

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফারহান আখতার লেখেন,‘নিহতদের পরিবারের প্রতি রইলো সমবেদনা। শান্তি ফিরে আসুক সবখানে।’

অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও এই হামলাকে আখ্যায়িত করেন ‘সেন্সলেস ট্র্যাজেডি’ হিসেবে। এবং বিশ্ববাসীকে আহ্বান জানান ‘ঘৃণা ও অসহিষ্ণুতা’র বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

পপগায়িকা ম্যাডোনা জানান, ‘ধর্ম বা ঈশ্বরের নামে কাউকে আঘাত করা বা নিমর্মতা চালানো যায় না। এটা অন্যায়।’

আরেক পপগায়িকা কেটি পেরি লেখেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না পৃথিবী এতো নির্মম হয়ে গেছে।’

গতকাল ঘটে যাওয়া যুক্তরাষ্ট্রের বন্দুক হামলা নিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আন্তর্জাতিক অঙ্গনের তারকারা। সবার আহ্বান ছিল একটাই, পৃথিবীতে শান্তি ও সহিষ্ণুতা নেমে আসুক।

(ওএস/এএস/জুন ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test