E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ ফিরোজা বেগমের জন্মদিন

২০১৬ জুলাই ২৮ ১৪:০২:২৫
আজ ফিরোজা বেগমের জন্মদিন

বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার ২৮ জুলাই নজরুল সঙ্গীতের খ্যাতিমান শিল্পী ফিরোজা বেগমের জন্মদিন। নন্দিত এ শিল্পীর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠান। এছাড়া তার নামে প্রবর্তিত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ সম্মাননা তুলে দেবেন।

ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই গোপালগঞ্জের রাতইল ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মায়ের নাম বেগম কওকাবুন্নেসা।

১৯৪০-এর দশকে সঙ্গীত ভুবনে পদার্পণ করেন ফিরোজা বেগম। ষষ্ঠ শ্রেণীতে পড়াকালে অল ইন্ডিয়া রেডিওতে গান করেন। ১২ বছর বয়সে গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে ৭৮ আরপিএম ডিস্কে ইসলামি গানের রেকর্ড প্রকাশ করেন। কিছুদিন পর সুরকার, গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানের রেকর্ড প্রকাশ করেন।

ফিরোজা বেগম দশ বছর বয়সে কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে আসেন, তার কাছ থেকে তালিম গ্রহণ করেন। নজরুলের গান নিয়ে প্রকাশিত তার প্রথম রেকর্ড বের হয় ১৯৪৯ সালে। নজরুল অসুস্থ হওয়ার পর নজরুলসঙ্গীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন ফিরোজা বেগম।

পৃথিবীর বিভিন্ন দেশে ৩৮০টির বেশি একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন ফিরোজা। নজরুলসঙ্গীত ছাড়াও আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাত-সহ বিভিন্ন ধরনের সঙ্গীতে কন্ঠ দিয়েছেন। জীবদ্দশায় তার ১২টি এলপি, ৪টি ইপি, ৬টি সিডি ও ২০টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়।

১৯৫৫ সালে কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় ফিরোজার। ফিরোজা বেগমের তিন সন্তানের নাম তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ। এর মধ্যে হামিন ও শাফিন জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের সদস্য।

ফিরোজা বেগম স্বাধীনতা পদক, একুশে পদক, নেতাজী সুভাষ চন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণপদক-সহ অসংখ্য স্বীকৃতি অর্জন করেছেন।

২০১৪ সালের ৯ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কিংবদন্তি শিল্পী মারা যান।

(ওএ/এএস/জুলাই ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test