E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আভাঙ্কা-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি জালালের গল্প

২০১৬ জুলাই ৩০ ১৪:১৬:৪১
আভাঙ্কা-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি জালালের গল্প

বিনোদন ডেস্ক : পর্তুগালে অনুষ্ঠিত হয়ে গেল ‘আভাঙ্কা-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-১৫’র ১৯তম আসর। সেখানে বিশ্বের নানা দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘জালালের গল্প’।

ছবিটি সবাইকে মুগ্ধ করে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। আবু শাহেদ ইমন পরিচালিত এ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনতার পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম। উৎসবের ২০তম আসরের উদ্বোধনী দিন ২৭ জুলাই পর্তুগালের আভাঙ্কায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং মোশাররফ করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির পরিচালক আবু শহেদ ইমন।

এ ছবিতে আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, আরাফাত রহমান ও মহম্মদ ইমন প্রমুখ।

প্রসঙ্গত, ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি ৩০টিরও অধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

(ওএস/এএস/জুলাই ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test