E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ ববিতার জন্মদিন

২০১৬ জুলাই ৩০ ১৫:১৭:০৯
আজ ববিতার জন্মদিন

বিনোদন ডেস্ক : আজ ৩০ জুলাই শনিবার, নায়িকা ববিতার জন্মদিন। অভিনয়, গ্ল্যামার, পর্দা উপস্থাপনায় স্বতন্ত্র বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক পরিচিতিতে ঢালিউডের অন্যতম নাম ববিতা। টানা ৩ যুগের বেশি সময় বাংলা চলচ্চিত্রকে উদ্ভাসিত করেন এ অভিনেত্রী।

তার মূল নাম ফরিদা আক্তার পপি। ১৯৫৩ সালের এ দিনে জন্মগ্রহণ করেন বাগেরহাট জেলায়। বাবা নিজামুদ্দীন ছিলেন সরকারি কর্মকর্তা, মা বি. জে. আরা ছিলেন চিকিৎসক। ববিতার অন্য দুই বোন সুচন্দা ও চম্পা নামি অভিনেত্রী। এছাড়া অভিনেতা ওমর সানি ও রিয়াজ তার আত্মীয়।

যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু ববিতার। বড় বোন সুচন্দার অভিনয় সূত্রে একসময় চলে আসেন ঢাকার গেন্ডারিয়ায়। নিজেও যুক্ত হয়ে যান সিনেপর্দায়।

১৯৬৮ সালে সুচন্দা অভিনীত জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে। ওই চলচ্চিত্রে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। কাছাকাছি সময়ে ‘কলম’ নামে টেলিভিশন নাটকেও অভিনয় করেন। জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে ‘ববিতা’ নাম নেন, এর আগে সূবর্ণা নামেই অভিনয় করেন। ১৯৬৯ সালে প্রথমবার নায়িকা হিসেবে ‘শেষ পর্যন্ত’ চলচ্চিত্রে অভিনয় করেন। ওই সিনেমায় তার নায়ক ছিলেন রাজ্জাক। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দেন এ নায়িকা। তার সঙ্গে জুটি হিসেবে রাজ্জাক ছাড়াও আরো জনপ্রিয় হন জাফর ইকবাল ও ফারুক।

ববিতার উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ (১৯৭৩)। এ সিনেমায় ‘অনঙ্গ বৌ’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক শিল্পীর মর্যাদা লাভ করেন। ব্যাপক প্রশংসাও পান। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলংকার সঙ্গে যৌথভাবে নির্মিত অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।

ববিতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে শেষ পর্যন্ত, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলোর মিছিল, বাঁদী থেকে বেগম, ডুমুরের ফুল, বসুন্ধরা, গোলাপী এখন ট্রেনে, নয়নমনি, সুন্দরী, অনন্ত প্রেম, লাঠিয়াল, এক মুঠো ভাত, ফকির মজনু শাহ, সূর্যগ্রহণ, এখনই সময়, কসাই, জন্ম থেকে জ্বলছি, পেনশন, দহন, চন্ডীদাস ও রজকিনী, অশনি সংকেত, প্রতিজ্ঞা, টাকা আনা পাই, স্বরলিপি, তিনকন্যা, মিস লংকা, জীবন পরীক্ষা, জীবন সংসার, লাইলি মজনু এবং পোকা মাকডের ঘরবসতি। বেশ কিছু সিনেমার প্রযোজনাও করেন এ নায়িকা। তাকে সর্বশেষ দেখা যায় ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায়। এরপর বেশকিছু সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন।

ববিতা পরপর তিন বছর একটানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। ‌‘অশনি সংকেত’-এর জন্য বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতির পক্ষ থেকে সর্বভারতীয় শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান। এছাড়াও সরকারি ও বেসরকারি অসংখ্য পুরস্কার লাভ করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিলেন।

(ওএস/এএস/জুলাই ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test