E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাষ্ট্রের সিয়াটলে সেরা চলচ্চিত্র আয়নাবাজি

২০১৬ অক্টোবর ২৪ ১৫:৩৩:৩০
যুক্তরাষ্ট্রের সিয়াটলে সেরা চলচ্চিত্র আয়নাবাজি

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার পেল বাংলাদেশের আলোচিত ব্যবসাসফল চলচ্চিত্র ‘আয়নাবাজি’। সম্প্রতি আয়নাবাজির পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন ছবিটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল।

চলচ্চিত্রটি গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সিয়াটল আর্ট মিউজিয়ামে উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয়। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ছবিটি সিয়াটলে প্রদর্শনীর দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। ১১তম সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব চলে ২২ অক্টোবর পর্যন্ত।

পুরস্কার গ্রহণের পর প্রযোজক জিয়াউদ্দিন আদিল জানান, ‘চলচ্চিত্রটি বানানোর সময় আমরা জানতাম এটি বাংলাদেশের জন্য বিশ্বখ্যাতি নিয়ে আসবে। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম ‘আয়নাবাজি’ নিয়ে। এরই মধ্যে দেশ জয় করেছে আয়না। এবার তার বিশ্বজয়ের পালা।’

ছবিটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘যেকোনো পুরস্কার বা স্বীকৃতি এক ধরনের অনুপ্রেরণা। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো সিনেমা হল থেকে বের হওয়া মানুষগুলোর হাসিমুখ।’

আয়নাবাজি ছবিটি মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। ছবিতে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, বৃন্দাবন দাশ প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test