E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার রাশিয়াতে সেরা ছবি জালালের গল্প

২০১৬ অক্টোবর ৩০ ১৪:৩৯:০৯
এবার রাশিয়াতে সেরা ছবি জালালের গল্প

বিনোদন ডেস্ক : এবার রাশিয়াতে পুরস্কৃত হলো বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘জালালের গল্প’। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘সিলভার আকবুজার’ সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে আবু শাহেদ ইমনের ছবিটি।

গেল শুক্রবার উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বাশকোরতাস্তানের উফায় অনুষ্ঠিত এ আয়োজনে পুরস্কার তুলে দেওয়ার সময় বাজানো হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। পুরস্কারটি গ্রহণ করেন ছবির নির্মাতা আবু শাহেদ ইমন।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করে এই পরিচালক বলেন, ‘উৎসবে প্রতিযোগিতায় অংশ নেয়া সব ছবিই সেরা পুরস্কার পাওয়ার মতো ছিলো। কিন্তু বাংলাদেশ ঘোষণা করতেই বুকে চিন করে একটা ব্যথা অনুভব করছি। নিজের দেশের নাম ও সুনাম আজকে এই শহরের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, আমাদের দেশের একটা ছবিকে কেন্দ্র করে। অবশেষে জানলাম আমার ছবিটি সেরা হয়েছে। সত্যি আমি অভিভূত।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের পতাকা পুরো অডিটোরিয়ামে সহস্রাধিক লোকের সামনে তুলে ধরতে পেরে আমি গর্বিত। জয় হোক বাংলাদেশি সিনেমার।’

প্রসঙ্গত, গেল ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনের এ উৎসবে ছিলো রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৪টি ছবির প্রদর্শনী। এর মধ্যে ছিলো কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য ছবি।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test