E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবির বকুল ও পিএ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০১৬ ডিসেম্বর ০১ ১৪:৩৪:০১
কবির বকুল ও পিএ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সুনামগঞ্জ প্রতিনিধি : গান নিয়ে প্রতারণার মামলায় গীতিকার কবির বকুল ও চলচ্চিত্র পরিচালক পূর্ণেন্দু আচার্য্য কাজল ওরফে পি এ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সুনামগঞ্জের একটি আদালত।

সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহীদুল আমিন বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করেন।

গত ১৩ এপ্রিল গীতিকার বাউল জবান আলী সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষে আইনজীবী কামাল হোসেন শুনানিতে অংশ নেন।

আদালত সূত্রে জানা যায়, বাউল জবান আলী রচয়িত `প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে` গানটি জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার `রোদেলা দুপুর` অ্যালবামে গেয়েছিলেন। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচারিত হয়েছিল।

তার এই গানটি চলচ্চিত্র পরিচালক পিএ কাজল তার পরিচালিত `পিরীতের আগুন জ্বলে দ্বিগুণ` সিনেমায় ব্যবহার করেন। জবান আলীর অনুমতি না নিয়ে গীতিকার কবির বকুল গানটির অনেক শব্দ পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

এরপর গত ২৮ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি তদন্ত প্রতিবেদন দাখিল করলে এই দুইজনের বিরুদ্ধে সমন জারি করেছিলেন সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test