E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ফরিদুর রেজা সাগরের

২০১৬ ডিসেম্বর ০৩ ১৬:৩৮:৪০
মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ফরিদুর রেজা সাগরের

বিনোদন ডেস্ক : এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলাটি করেছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে টেলিভিশন চ্যানেল সংগঠন মিডিয়া ইউনিটির সংহতি সমাবেশে এই তথ্য জানান মিডিয়া ইউনিটির উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান এফ রহমান।

সমাবেশে দেশের সবগুলো বেসরকারি চ্যানেলের মালিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন ফরিদুর রেজা সাগর। মামলার আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় মাহফুজুর রহমান এবং মোজাম্মেল হক বাবু ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য রাখেন।

সেখানে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে ‘সংস্কৃতির রাজাকার’ বলে আখ্যা দেন। সেই অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন মোজাম্মেল হক বাবু।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test