E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা অমিতাভ, সেরা অভিনেত্রী আলিয়া

২০১৬ ডিসেম্বর ০৫ ১৪:৩৬:৩৯
স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা অমিতাভ, সেরা অভিনেত্রী আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে পুরস্কার প্রদান মৌসুম শুরু হলো। রবিবার ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের ২৩তম আসর। এতে চারটি পুরস্কার জিতেছে সুজিত সরকার প্রযোজিত ‘পিঙ্ক’। এটি হয়েছে সেরা চলচ্চিত্র। এতে আইনজীবী চরিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হয়েছেন অমিতাভ বচ্চন।

‘উড়তা পাঞ্জাব’-এ নিম্নবিত্ত তরুণীর চরিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। তাকে স্টার প্লাস কি নয় সোচ অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। চারটি বিভাগে সেরা হয়েছে ‘নীর্জা’ও। তিনটি করে পুরস্কার গেছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ ছবির ঘরে।

আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী রেখাকে। তারকাখচিত এ আয়োজনে পুরস্কার বিতরণী ছাড়াও ছিলো জমকালো পরিবেশনা। জেনে নিন বার্ষিক স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসে এবারের সেরাদের তালিকা।

চলচ্চিত্র: পিঙ্ক
অভিনেতা: অমিতাভ বচ্চন (পিঙ্ক)
অভিনেত্রী: আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব)
পরিচালক: রাম মাধবানি (নীর্জা)
অভিনেতা (কমেডি): বরুণ ধাওয়ান (ঢিশুম)
শিশুশিল্পী: রিয়া শুক্লা (নীল বাট্টে সান্নাটা)
নবাগত অভিনেতা: জিম সর্ব (নীর্জা) ও হর্ষবর্ধন কাপুর (মিরজিয়া)
নবাগতা অভিনেত্রী: দিশা পাতানি (এম.এস. ধোনি-দ্য আনটোল্ড স্টোরি)
পার্শ্ব অভিনেতা: ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সানস)
পার্শ্ব অভিনেত্রী: শাবানা আজমি (নীর্জা)

(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test