E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গিবাদের প্রতিবাদে জেমসের আহ্বান

২০১৭ মার্চ ২১ ১৩:৩২:৩৩
জঙ্গিবাদের প্রতিবাদে জেমসের আহ্বান

বিনোদন ডেস্ক : দেশের মানুষ জঙ্গিহামলা নিয়ে উৎকণ্ঠায় ভুগছে সমবসময়। চলমান এই সংকট ও জঙ্গিবাদকে সামনে রেখে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ আয়োজন করেছে ‘জঙ্গি বিরোধী কনসার্ট’।

মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে ২৪ মার্চ (শুক্রবার)। সচেতনতামূলক এ আয়োজনে গান পরিবেশন করবেন নগর বাউলখ্যাত কণ্ঠশিল্পী মাহাফুজ আনাম জেমস।

এ প্রসঙ্গে জেমস বলেন, ‘তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কনসার্টে গান পরিবেশন করবো। আশাকরি খুব ভালো একটি কনসার্ট হবে। জঙ্গিবাদের প্রতিবাদে সবাইকে আহবান জানাচ্ছি। যারা এমন একটি উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বিপিএম (বার) অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুণদের মাঝে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেবেন। জেমসের সঙ্গে এতে আরও অংশ নেবেন শীর্ঘস্থানীয় সাতটি ব্যান্ড। এগুলো হল- মাকসুদ ও ঢাকা, চিরকুট, শিরোনামহীন, ভাইকিংস, আর্টসেল, শূন্য ওঅ্যাবস্ট্র্যাকশন্স।

জানা গেছে, বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত কনসার্টটি সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে

(ওএস/এসপি/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test