E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবৃত্তি শিল্পী কাজী আরিফ আর নেই

২০১৭ এপ্রিল ২৯ ১২:৪৬:৪৪
আবৃত্তি শিল্পী কাজী আরিফ আর নেই

বিনোদন ডেস্ক :  আবৃত্তি শিল্পী কাজী আরিফ আর নেই। নিউইয়র্ক সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যুর খবর জানতে পেরে নিউইয়র্কের সাংষ্কৃতিক কর্মীরা বেদনা ভারাক্রান্ত হয়ে হাসপাতালে ছুটে যান।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী আরিফ ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হার্টের একটি ভাল্ব অকেজো হলে ২৫ এপ্রিলহৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়।
সফল অফারেশনের পর সবাই যখন আশা করছিলেন কৃতি এই আবৃত্তিকার আবার ফিরে আসবেন তার কণ্ঠের মাধুর্য্য ছড়াতে তখন তিনি সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেলার দেশে।

কাজী আরিফ জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশে আবৃত্তিচর্চা এবং আবৃত্তিশিল্পকে আধুনিক সংগঠিত রূপ দিতে আশির দশকে অন্যতম ভূমিকা রেখেছিলেন কাজী আরিফ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন তিনি। সারা দেশ ঘুরে আবৃত্তির প্রশিক্ষণ দিয়েছেন সংগঠনগুলোতে। প্রজ্ঞা লাবণী-কাজী আরিফ বাংলাদেশের প্রথম জনপ্রিয় হওয়া আবৃত্তি জুটি।

স্থাপত্য কলাতেও ছিল তার দারুণ দক্ষতা। দেশের স্বাধীনতা অর্জনে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের একজন সংগঠকও ছিলেন তিনি।

কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। কিন্তু শৈশব থেকেই চট্টগ্রাম শহরে বেড়ে উঠেন তিনি। এরপর পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্য সব কিছুরই হাতেখড়ি হয় সেখানেই।

(ওএস/এসপি/এপ্রিল ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test