E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই

২০১৭ জুন ২৮ ১৪:২৫:৩৩
অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই

বিনোদন ডেস্ক : প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই। বুধবার ভোর ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঈদের দুদিন আগে শুটিং থেকে ফিরে জ্বরে আক্রান্ত হন বাচ্চু। সেইসঙ্গে রক্তচাপ অনেক কমে যাওয়ায় ঈদের দিন দুপুরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল পরীক্ষার পর মঙ্গলবার তার হৃদযন্ত্রে সমস্যাও ধরা পড়ে।

পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে নাজমুল হুদার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রবীণ এই অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সূর্য দীঘল বাড়ী’, ‘দরিয়া পাড়ের দৌলতী’, ‘সারেং বৌ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘ডাক্তার বাড়ী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শঙ্খনীল কারাগার’, ‘রানওয়ে’ প্রভৃতি।

নাজমুল হুদা বাচ্চুর সর্বশেষ চলচ্চিত্র হলো অজ্ঞতনামা। এ ছাড়াও তিনি একাধিক টিভি নাটকে অভিনয় করেছেন।

তার মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘প্রবীণ অভিনেতারা একে একে চলে যাচ্ছেন। এতে চলচ্চিত্র শিল্প ক্ষতির সম্মুখীন হচ্ছে, যে ক্ষতি আর কখনো পুষিয়ে নেওয়া সম্ভব নয়।’

নাজমুল হুদা বাচ্চুর আত্মার শান্তি কামনা করে সকালের কাছে দোয়া চান জায়েদ খান।

(ওএস/এএস/জুন ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test