E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংসদে ছবির ট্রেলার প্রকাশ

২০১৭ জুলাই ০৪ ১৪:২৪:২৭
সংসদে ছবির ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক : বলা হয়ে থাকে সিনেমা হলো সমাজ ও ইতিহাসের প্রতিচ্ছবি। অনেক ইতিহাস বা সামাজিক ঘটনা যা হাজারো শব্দে লিখে বোঝানো সম্ভব হয় না, কিন্তু একটি চলচ্চিত্রের কিছু দৃশ্যের মাধ্যমে তা নাড়া দিয়ে যায় সমাজ ও মানুষকে।

তেমনই এক ছবি ‘রাগদেশ’। ইতিহাস নির্ভর এই ছবিটি ট্রেলার প্রকাশে করলেন নতুন এক রেকর্ড। সেটি হলো ভারতের রাজসভা সংসদে প্রদর্শিত হলো ছবির ট্রেলার। বলিউডের প্রথম কোনো ছবি হিসেবে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ট্রেলার প্রদর্শিত হওয়া ছবি এটি।

প্রযোজক গুরদ্বীপ সিং সাপ্পাল ও পরিচালক তিগমাংশু ধুলিয়ার এই ছবি নির্মাণের প্রেক্ষাপট ভারতের স্বাধীনতা যুদ্ধ নির্ভর। লালবাগ কেল্লায় তৎকালীন ভারতীয় সেনাবাহিনীর আলোচিত বিচার নিয়ে এ ছবিটিতে অভিনয় করেছেন কুণাল কাপুর, অমিত সাধ, মোহিত মারওয়া আর অনেকে।

ছবিটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সংসদের সদস্যগণ। ইতিহাস নির্ভর ছবি হিসেবে ছবিটি অসাধারন কীর্তি গড়বে বলে আশাবাদ পরিচালক তিগমাংশু ধুলিয়া।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test