E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গানের মাধ্যমে লাইফস্টাইল করতে চান তরুণ কন্ঠশিল্পী অপু

২০১৭ আগস্ট ০৮ ১৩:৪১:০১
গানের মাধ্যমে লাইফস্টাইল করতে চান তরুণ কন্ঠশিল্পী অপু

হুমায়ূন কবির জীবন, কুমিল্লা : দর্শক শ্রোতাদের ব্যাপক সাড়া নিয়ে স্বপ্নের সিড়িতে কুমিল্লার ছেলে ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মাসুদ অপু। ইতিমধ্যে বেশ কিছু গানের সাড়া পেয়েছেন তিনি। বিশেষ করে ‘বন্ধু প্রবাসী’, ‘মা আমার মা’, সিংগাপুর থেকে ‘মেঘ বালিকার’ মিউজিক গানটির মিউজিক ভিডিও করে দর্শকশ্রোতাদের মন জয় করেছেন।

তরুণ এই কন্ঠশিল্পী মাসুদ অপু দীর্ঘীদন ধরে গানের সাথে জড়িত। গানকে ভালবেসে লাইফস্টাইলটা গানের মাধ্যমে নিজেকে রাখতে চান। তিনি গান গেয়ে পেয়েছেন বেশ কিছু সম্মাননা। তার স্বপ্ন গানে গানে মানুষের মন জয় করে বেচে থাকা। ইতিমধ্যে তার অসংখ্য ভক্ত তৈরি হয়েছে। বিশেষ করে বর্তমানে ক্রিয়েটিভ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব পেজে হাজারও ভক্ত গান শোনেন।

ঈদুল আযহাকে সামনে রেখে তরুণ এই শিল্পী নতুন একক কবিতার খাতা শিরোনামের গানটির মিউজিক ভিডিও তৈরি করলেন। গীতিকবি সেলিনা জাহান এর লিখা, অপুর সুরে এতে সংগীত পরিচালনা করেছেন টি আর রোমান্স।ভিডিও নির্দেশনা দিয়েছেন তালহা বিন পারভেজ সোহান এবং ইশতিয়াক আহমেদ। সম্পাদনায় তাজুল ইসলাম ও শিল্প নির্দেশনায় মুস্তাফা রায়হান। সহকারী পরিচালনায় জহুরুল হাসান রিজু।

কুমিল্লার বুড়িচং উপজেলা ময়নামতি ও ধর্মসাগরপাড় সহ বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যপট ধারণ হয়েছে, অভিনয়ে ছিলেন সুরাইয়া জান্নাত ববি ও নবাগত ইলিয়াস জাবেদ।

উল্লেখ্য, এ মাসেই বন্ধু দিবসে সিংগাপুরে শুট হওয়া বন্ধু প্রবাসী, ও মা দিবস উপলক্ষে গাওয়া মা আমার মা গানটির লিরিকাল ভার্সন রিলিজ দিয়েছেন মাসুদ অপু। এছাড়া সিংগাপুর থেকে মেঘ বালিকার মিউজিক এর সবকয়টি গান শ্রোতাদের বেশ সারা পেয়েছে। আসছে ঈদে নিজের সুরে কিছু নতুন শিল্পীদের নিয়ে মিক্স এলবাম ও বাজারে নিয়ে আসছেন বলে জানালেন এ শিল্পী। এবং ঈদের আগেই তার আগের সলো এলবামের টাইটেল ট্র্যাক মেঘবালিকারও ভিডিও সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন।যা কক্সবাজারে দৃশ্যপটধারণ করা হবে।

তরুণ এই কন্ঠশিল্পি মাসুদ অপু বলেন, শ্রোতাদের জন্যে গান করি। নতুন নতুন গান নিয়ে খুব শীঘ্রই শ্রোতাদের কাছে আসছি। আমি কুমিল্লার ছেলে হিসেবে কুমিল্লার সঙ্গীতাঙ্গণকে এগিয়ে নিতে চাই। সংস্কৃতিকে ভালবাসে না এমন কোন মানুষ নাই। পথিকৃৎ কুমিল্লার সংস্কৃতির কুমিল্লা। গানের শ্রোতাদের বলবো বেশি বেশি বাংলা গানের মনোযোগী হয়ে বাংলা সংস্কৃতিকে রক্ষা করুন। যতদিন বেচে আছি গানের মাধ্যমে শ্রেতাদের মাঝে থাকতে চাই এবং স্বপ্ন পূরণে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর।


(এইচকেজি/এসপি/আগস্ট ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test