E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‌‘বাংলা সিরিয়ালে নারীদের অবস্থান হাস্যকর'

২০১৭ আগস্ট ১১ ১১:১১:২৫
‌‘বাংলা সিরিয়ালে নারীদের অবস্থান হাস্যকর'

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বৈচিত্রময় সব কাজ দিয়ে তিনি বাংলাদেশেও বেশ পরিচিত। বিশেষ করে হাস্যউজ্জ্বল মুখ ও আবেদনময়ী অভিনয় তাকে আলাদা করেছে সবার থেকে। শ্রীলেখা শুধু লাইট ক্যামেরা অ্যাকশন ফ্রেমে বন্দী তারকাই নন। মাঝে মধ্যে লেখালেখিও করেন দু-চারটে পত্রিকায়।

সম্প্রতি শ্রীলেখা তেমনি একটি লেখাতে ওঠে এসেছে বাংলা সিরিয়ালের দৈন্যদশার কথা। কলকাতার এবেলাকে শ্রীলেখা জানান, তিনি বাংলা সিরিয়ালের মোটেও ভক্ত নন। কেন এটা বললেন তার কারণ অন্য একদিন জানাবেন।

শ্রীলেখা আরও লিখেছেন, হয়ত আমাকে নাক উঁচু ভাবতে পারেন। কিন্তু তারও ব্যাখ্যা রয়েছে আমার কাছে। সেটা অন্য আরেকদিন বলব। তবে যা লেখার জন্য হাত নিশপিশ করছে, তা হল বাংলা সিরিয়ালে মেয়েদের অবস্থান। ছলে বলে কৌশলে বারবার এটাই বলা হয় সংসার সুখী হয় রমণীর গুণে। আর যাদের সো-কল্ড সংসার করা হল না! সংসার ভাঙল, তারা?

শ্রীলেখার মতে, বাংলা সিরিয়াল নারীদের একটা নির্দিষ্ট চিন্তা এবং গন্ডির মধ্যে আটকে দিয়েছে যা সিরিয়ালের মান নিম্নমুখী করার প্রধান কারণ।

(ওএস/এএস/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test