E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এফডিসিতে শোক দিবস

২০১৭ আগস্ট ১৫ ১৫:৪৭:৩৬
এফডিসিতে শোক দিবস

স্টাফ রিপোর্টার : লাইট-ক্যামেরার এলাকাটি মঙ্গলবার, ১৫ আগস্ট শোকাচ্ছন্ন ছিলো। মানুষের অনেক আনাগোনা, কিন্তু হৈ চৈ হাঁক ডাক নেই। জাতীয় শোক দিবস উপলক্ষে এই সুনসান নীরবতা। অন্য সব প্রতিষ্ঠানের মতো আজ এফডিসির প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ছিল। বন্ধ ছিল ছবির শুটিংও ডাবিংয়ের কাজও।

তবে এফডিসি প্রাঙ্গণে ছিল শোক দিবসকে ঘিরে নানা আয়োজন। প্রশাসন থেকে শুরু করে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের নানা সংগঠন এই দিনটিকে পালন করে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে। এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

আজ দুপুরে সরেজমিনে এফডিসিতে দেখা যায়, প্রবেশপথের পাশে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি ফুলে ফুলে ভরে গেছে। পাশেই দাঁড়িয়ে থাকা এক কর্মী বললেন, এফডিসি কর্তৃপক্ষ, পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি, শিল্পী সমিতিসহ সব সংগঠনই সকাল ৯টার পর থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এখানে।

এরপর ক্যানটিনসংলগ্ন রাস্তায় গিয়ে দেখা যায় মানুষের জটলা। শোক দিবস উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছিল গণভোজের।

শোক দিবসে অংশ নেন চিত্রনায়ক রিয়াজ, বাপ্পি, অভিনেত্রী দিলারা, পরিচালক মাসুম বাবুল, শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরসহ আরও অনেকেই।

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া বলেন, ‘বঙ্গবন্ধুর উপর আলোচনা সভা ও আত্মজীবনীর ওপর স্থিরচিত্র প্রদর্শনী করে এফডিসি কর্তৃপক্ষ। বেলা ১১টায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে আলোচনা সভা হয়। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষসহ অনেকেই উপস্থিত ছিলেন সেই সভায়। তবে দিনভর শুটিং বন্ধ থাকলেও শুটিংয়ের প্রস্তুতি চলছিলো।’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ভাবগম্ভীর্যের সাথে আমরা এফডিসি পরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। বঙ্গবন্ধুর জন্য চলচ্চিত্রের মানুষদের অন্যরকম শ্রদ্ধা রয়েছে। কারণ আমরা এফডিসি পেয়েছিলাম তার হাত ধরেই।’

শিল্পী সমিতির কার্য্যনির্বাহী কমিটির সদস্য সাইমন বলেন, ‘সরাষ্ট্রমন্ত্রী মহোদয় সকালে আসার কথা ছিল। কিন্তু পান্থপথে জঙ্গি হামলা হওয়ায় তিনি আসতে পারেননি। আমরা শিল্পী সমিতি ও চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে দোয়া মিলাদ ও জাতির জনকের স্মরণে নানা আয়োজন পালন করছি।’

সব সংগঠনের কার্যালয়ের সামনেই শোক দিবসের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া প্রশাসনিক ভবনের সামনে পুলিশ ব্লাড ব্যাংকের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test