E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান অনন্ত জলিলের

২০১৭ আগস্ট ১৬ ১৩:২৫:০২
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান অনন্ত জলিলের

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের বাইরে চিত্রনায়ক অনন্ত জলিল বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন। কখনও দুঃখীদের পাশে দাঁড়ান, কখনও বা অসহায়ের সহায় হন। বর্তমানে দেশের উত্তরাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে। অসহায় হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

বন্যার্ত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনন্ত জলিল। তিনি বলেন, দেশ এখন ভয়াবহ বন্যা কবলিত। চলুন আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই এবং আল্লাহ’র কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি। দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন। সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি।

এদিকে অভিনয় ছেড়ে অনন্ত এখন ধর্মকর্মে মনোযোগ দিয়েছেন। সবাইকে ইসলামের ছায়াতলে শান্তি খুঁজে নিতে দাওয়াত করছেন অনন্ত। হঠাৎ করে সব ছেড়ে দিয়ে ধর্মকর্মে মন দেয়া একজন সুপারস্টার হিসেবে অনন্ত জলিলের কর্মকাণ্ড নিয়ে ফলাও করে সংবাদ পরিবেশন করেছে এএফপি, দ্য ডেইলি মেইল, আরব নিউজ, ইন্ডিয়ান নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।

এই নায়কের নতুন খবর হলো, শিগগিরই দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন অনন্ত জলিল। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহেই নতুন অতিথি পৃথিবীতে আসবে অনন্ত-বর্ষার সংসার আলো করে।

(ওএস/এসপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test