E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নায়করাজের কুলখানি আজ

২০১৭ আগস্ট ২৫ ১৩:০৮:৩৪
নায়করাজের কুলখানি আজ

বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের কুলখানি আজ (শুক্রবার) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

গত সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন বাংলা চলচ্চিত্রের এ কিংবদন্তি অভিনেতা।

দু’দফা জানাজা শেষে বুধবার সকাল সোয়া ১০টার দিকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এরপর শেষে ছোট ছেলে সম্রাট জানান শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মরহুমের কুলখানি ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

এ সময় নায়করাজের বড় ছেলে বাপ্পারাজ, মেজ ছেলে বাপ্পিও উপস্থিত ছিলেন।

নায়করাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালে কলকাতায়। ১৯৬৪ সালে ঢাকায় আসেন তিনি। এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। প্রথমে দু’একটা সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম ছায়াছবি বেহুলা। সেই থেকে জীবনের শেষদিন পর্যন্ত তার জনপ্রিয়তায় এতটুকও ভাটা পড়েনি কখনও।

নায়ক রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- স্লোগান, আমার জন্মভূমি, অতিথি, কে তুমি, স্বপ্ন দিয়ে ঘেরা, প্রিয়তমা, পলাতক, ঝড়ের পাখি, খেলাঘর, চোখের জলে, আলোর মিছিল, অবাক পৃথিবী, দুই পয়সার আলতা, ভাইবোন ইত্যাদি।

(ওএস/এসপি/আগস্ট ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test