E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জুবায়ের হত্যা : সাক্ষ্য গ্রহণ ৯ জুলাই

২০১৪ জুলাই ০৩ ১৩:৪০:০৭
জুবায়ের হত্যা : সাক্ষ্য গ্রহণ ৯ জুলাই

স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৯ জুলাই ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকা দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নুরুজ্জামান পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন।

আজ এ মামলার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। সাক্ষী না আসায় রাষ্ট্র পক্ষের আইনজীবী এসএম রফিকুল ইসলাম ট্রাইব্যুনালে সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে মামলা করে। মামলার আসামিরা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিকুল ইসলাম ও খান মোহাম্মদ রইস, দর্শন বিভাগের মো. নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুন্ডু অভি, মো. মাহমুদুল হাসান মাসুদ, রাশেদুল ইসলাম, ইসতিয়াক মেহবুব, অরূপ, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, জাহিদ হাসান, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ।

উল্লেখ্য, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়।

(ওএস/এটিআর/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test