E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১৩ নেতার বিরুদ্ধে চার্জশিট

২০১৪ আগস্ট ২১ ১৫:২২:৩১
চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১৩ নেতার বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রাম প্রতিনিধি : কলেজছাত্রী অন্তু বড়ুয়ার ওপর ককটেল হামলার মামলায় চট্টগ্রাম মহানগর শিবিরের সভাপতি আ ন ম মশরুর হোসাইনসহ জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি চার্জশিট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিট ৩টি জমা দেন।
শিবির সভাপতি ছাড়া চার্জশিটের অন্য আসামিরা হলেন- চট্টগ্রাম মহানগর দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ফেরদৌস কোরেশি, কোতোয়ালি থানা জামায়াতের আমির ফয়সাল মোহাম্মদ ইউনুছ, দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক তারেক হোসাইন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, শিবিরের সাথী আলতাফ হোসেন, আ ন ম হারুন, আমজাদ আলী, মনজুর আলম, দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন ও মিজানুর রহমান।
আসামিদের মধ্যে আ ন ম মশরুর হোসাইন, আ ন ম হারুন এবং তারেক হোসাইন পলাতক রয়েছেন।
জানা যায়, দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৪৪৯ ও ৩২৪ ধারায় একটি, বিস্ফোরকদ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় একটি এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় একটিসহ মোট ৩টি অভিযোগপত্র জমা দেয়া হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ মার্চ ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে পিকেটারদের ছোড়া ককটেলে নগরীর অপর্ণাচরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অন্তু বড়ুয়া মারাত্মক আহত হয়। এতে অন্তু বড়ুয়া চোখে মারাত্মকভাবে আঘাত পায়। এ ঘটনায় দেশব্যাপী সামালোচনার ঝড় ওঠে।
ঘটনার পরদিন ২৯ মার্চ কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
(ওএস/এএস/আগস্ট ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test