E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ চেয়ে রিট

২০২১ জানুয়ারি ১৪ ১৭:২৭:২৯
ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ চেয়ে রিট

স্টাফ রিপোর্টার : যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আইন অনুসারে নির্দিষ্ট (সংরক্ষিত) কামরা বরাদ্দ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী মো.আজমল হোসেন।

আইনজীবী মমতাজ পারভীন ১৩ জানুয়ারি এ রিট দায়ের করেন।

আইনজীবী মো. আজমল হোসেন জানান, দ্য রেলওয়েজ অ্যাক্ট ১৮৯০ সনের আইনের ৬৪ ধারায় প্রত্যেক যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি আলাদা কামরা সংরক্ষণ করার কথা আছে। আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়।

কিন্তু এটা বাস্তবায়ন করা হয়নি। তাই ওইসব ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

রিটে রেলসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে বিবাদী করা হয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test