E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে প্রতারণা মামলায় আদম ব্যবসায়ীর কারাদণ্ড

২০২৩ জানুয়ারি ২৭ ১৪:০০:০৭
ফরিদপুরে প্রতারণা মামলায় আদম ব্যবসায়ীর কারাদণ্ড

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলায় আলতাপ হোসেন (৪০) নামে এক আদম ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দীর্ঘ শুনানি শেষে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. ফারুক হোসাইন এ রায় দেন।

একইদিন বিকালে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিউদ্দিন মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি আলতাপ হোসেন রাজবাড়ীর গোয়ালন্দ থানার চরদৌলতদিয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্র জানা যায়, ২০১৮ সালে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ১০ জন ব্যাক্তির কাছে থেকে প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা হাতিয়ে নেন আলতাপ হোসেন। পরে, এঘটনা নিয়ে রানা হোসেন নামে এক ব্যাক্তি বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলা দায়ের করেন। যার মামলা নং: সিআর ২৭৮/১৮।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test