E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কৃষক এনামুল হত্যা মামলা

গাংনী উপ‌জেলা কৃষকলীগের সভাপ‌তিসহ ৮ জনের যাবজ্জীবন

২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৮:০৯:১০
গাংনী উপ‌জেলা কৃষকলীগের সভাপ‌তিসহ ৮ জনের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের চাঞ্চল‌্যকর কৃষক এনামুল হক নইলো হত্যা মামলায় গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানসহ ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই স‌ঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা ক‌রে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহিদুল্লাহ আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডিতরা হচ্ছেন- ধলা গ্রামের ছইফতুল্লাহর ছেলে ও গাংনী উপ‌জেলা কৃষকলী‌গের সভাপ‌তি আতিয়ার রহমান, ছামিদুল ইসলাম, শাহার আলী, টিপু সুলতান, আব্দুল খালেক, আক্তারুজ্জামান, মান্নান ওরফে মানা ও জিল্লুর রহমান।

মামলার বিবরনে জানা যায়, ২০১৭ সালের ২৯ জুলাই সন্ধ্যায় ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে এনামুল হক নইলোকে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় নওপাড়া নবীনপুর ঈদগাহ ময়দানের পাশে হত্যা করে গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ারসহ ৯ জন। এ ব্যাপারে নিহতের ভাই আজমাইন হোসেন টুটুল বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ৩৪। সেশন ১৬৯/১৮ ও জিআর ২৪১/১৭। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইডির উপ-পরিদর্শক হাসান ইমাম মামলার তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন।

বিজ্ঞ আদালত বাদী বিবাদী পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক ও ১৫ জন স্বাক্ষিদের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপ‌ক্ষে পিপি পল্লব ভট্টাচার্য ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন একেএম শফিকুল আলম।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test