E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গয়েশ্বরসহ বিএনপির ১১ নেতাকর্মীর আগাম জামিন

২০২৩ মে ২৫ ১৭:৫৭:৩৬
গয়েশ্বরসহ বিএনপির ১১ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ রিপোর্টার : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১১ আসামিকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিউমার্কেট থানায় গয়েশ্বরসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

এর আগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলমসহ ৫২ জনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ।

(ওএস/এসপি/মে ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ জুন ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test