E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিমটেক্সের বর্তমান পরিচালনা পর্ষদকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট

২০২৩ জুন ০৭ ১৬:১৭:৫১
সিমটেক্সের বর্তমান পরিচালনা পর্ষদকেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট

সাভার প্রতিনিধি : পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদকেই বহাল রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার (০৭ জুন) কোম্পানীর সেক্রেটারি আশিষ কুমার সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৫ জুন (সোমবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ সিমটেক্সের বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষে এই আদেশ দিয়েছেন।

আদালতে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, সাইদ আহম্মেদ রাজা ও শাহ মনজুর আহম্মেদ। অপরদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন ও কমিশনের আইনজীবী এ এম মাসুম বিল্লাহ।

সিমটেক্স কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুর্নীতির দায়ে পদচ্যুত সিমটেক্সের বিদায়ী চেয়ারম্যান আনিসুর রহমানের ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ একতরফাভাবে সিমটেক্স এর পরিচালনা পর্ষদ ভেঙে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি’র এই আদেশে কোম্পানিটির নতুন চেয়ারম্যান কে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এই আদেশের বিরুদ্ধে কোম্পানির পরিচালনা পর্ষদ ও বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সরোয়ার হোসেন দেশের সর্বোচ্চ আদালতে পৃথক দু’টি রিট আবেদন করেন। রিট পিটিশন দু’টি আদালত আমলে নিয়ে বিএসইসির পদক্ষেপকে স্থগিত ঘোষণা করেন।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করে বিএসইসি। তাদের এই আপিল আবেদন চেম্বার আদালত হয়ে চূড়ান্ত নিষ্পত্তির জন্য ৫ জুন (সোমবার) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে উপস্থাপিত হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ দীর্ঘ শুনানি শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) এর আপিল আবেদন খারিজ করে হাইকোর্টকে সিমটেক্সের পক্ষে করা রিটটি নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সাভারের বিরুলিয়ায় অবস্থিত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৯ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা।

(ওএস/এসপি/জুন ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test